হোম রাজনীতি দেশ নিয়ে ছিনিমিনি খেলছে সরকার, অভিযোগ বিএনপির

দেশ নিয়ে ছিনিমিনি খেলছে সরকার, অভিযোগ বিএনপির

কর্তৃক Editor
০ মন্তব্য 128 ভিউজ

রাজনীতি ডেস্ক:

মিয়ানমার ইস্যুতে সরকার দেশ নিয়ে ছিনিমিনি খেলছে মন্তব্য করে বিএনপি নেতারা বলেছেন, যুদ্ধ যুদ্ধ খেলা খেলছেন তারা। সীমান্তে হত্যার বিষয়ে সরকারের কোনো প্রতিবাদ নেই বলেও অভিযোগ দলটির নেতাদের। দেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে জেগে উঠতেও আহ্বান জানান তারা।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গৃহবধূ ধর্ষণের ঘটনায় প্রতিবাদী মানববন্ধন করে বিএনপি।

ইস্যু ভিন্ন হলেও বরাবরের মতো বিএনপির নেতাদের বক্তব্যে উঠে আসে সদ্য সমাপ্ত নির্বাচন প্রসঙ্গ। নেতারা বলেন, বিএনপি নয়, অচিরেই বাংলাদেশে নিষিদ্ধ হবে আওয়ামী লীগ। একতরফা নির্বাচন করে আওয়ামী লীগ জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা।

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেন, আওয়ামী লীগ সরকার অচিরেই বাংলাদেশ থেকে উধাও হয়ে যাবে। দলটি বাংলাদেশ থেকে নিষিদ্ধ হয়ে যাবে।

নির্বাচন ইস্যু ছাপিয়ে বিএনপি নেতাদের বক্তব্যে নতুন করে যোগ হয়েছে মিয়ানমার সীমান্তে বাংলাদেশি হত্যা ও গোলাগুলির ঘটনা। তারা বলছেন, নতজানু পররাষ্ট্রনীতির কারণে এ ঘটনার কোনো প্রতিবাদ করছে না সরকার।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, লোভী ও কলঙ্কিত জাতি হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠা করছে আওয়ামী লীগ সরকার। আজ আমাদের সীমান্ত বাহিনী রক্তাক্ত হয়ে হচ্ছে। কিন্তু আমরা প্রতিবাদ করার ভাষা পাচ্ছি না।

মানববন্ধনে প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় হুঁশিয়ারি দেন, মিয়ানমার ইস্যুতে যুদ্ধ যুদ্ধ খেলা করে পার পাবে না সরকার।

তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কখনো দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব থাকবে না। তারা ক্ষমতায় থাকলে মানুষ কখনোই নিরাপদ জীবনযাপান করতে পারবে না। রাখাইন থেকে সেনারা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিচ্ছে। এটা কীসের লক্ষণ? আবার কি যুদ্ধ যুদ্ধ খেলবেন?

সম্পর্কিত পোস্ট

মতামত দিন