হোম দেবহাটা দেবহাটায় সহকারী সেটেলমেন্ট আফিস আছে নেই কোন কার্যক্রম 

দেবহাটায় সহকারী সেটেলমেন্ট আফিস আছে নেই কোন কার্যক্রম 

কর্তৃক Editor
০ মন্তব্য 10 ভিউজ
আব্দুল্লাহ আল মামুন:
দেবহাটা উপজেলার সহকারী সেটেলমেন্ট অফিস আছে কিন্তু নেই কোন কার্যক্রম, সাধারণ মানুষ সেবা নিতে এসে সেবা না পেয়ে ফিরে যাচ্ছে,৮ই জানুয়ারি সরজমিনে গিয়ে দেখা যায় অফিসটি দীর্ঘদিন ধরে তালা বদ্ধ আছে এমতম অবস্থায় কুলিয়া একজন মহিলা তার জমির পর্চা তোলার জন্য এসেছে কিন্তু এসে দেখে ওখানে কোন প্রকার কার্যক্রম নাই, তাই তিনি নিরাস হয়ে ফিরে গেছেন।তবে জানা গেছর অফিস সহকারী হিসেবে মাহবুব নামে একজন চাকরি করে কিন্তু সে মাসে একদিনও অফিস খোলেন না । অফিসটি দীর্ঘদিন না খোলার কারণে এখন অফিসটি দখলে গেছে ইদুর, বাদুর, সাপ পোকরের। সাধারণ মানুষ বলেন অফিসে যদি একজন চাকরি করে তবে সে কেনো প্রকার কাজ না করে ফাউ ফাউ বেতন নিবে কেনো, এর সুষ্ঠ তদন্ত করার জন্য উদ্ধতন কর্মকর্তার কাছে জোর দাবি জানান। এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি বলেন সহকারী সেটেলমেন্ট আফিস সম্পর্কে আমরা তেমন কোন ধরনা নাই তবে আপনারা যখন বলেছেন আমি দ্রুত তদন্ত করে দেখবো আসলে কেনো বন্ধ আছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন