মাহমুদুল হাসান শাওন, দেবহাটা:
দেবহাটা উপজেলা চেয়ারম্যান কাপ লাখ টাকার ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে ৩-০ গোলে পাইকগাছার নাজমুল ফুটবল একাডেমীকে হারিয়ে জয় পেয়েছে ভাতশালা গ্রন্থাগার ফুটবল একাদশ। এরই মধ্যদিয়ে গাজীরহাট প্রগতি সংঘের সাথে ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করা নিশ্চিত হলো ভাতশালা গ্রন্থাগার ফুটবল একাদশের খেলোয়াড়দের।
বৃহস্পতিবার বিকলে ৪টায় সখিপুর উদয়ন সংঘের আয়োজনে সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজ মাঠে টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ দ্বিতীয় সেমি ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
উদয়ন সংঘের সভাপতি আবু আব্দুল্যাহ আল আজাদের সভাপতিত্বে দ্বিতীয় সেমি ফাইনালে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ. ইয়ানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা থানার ওসি মোঃ. বাবুল আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, সখিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ. সাইফুল ইসলাম, ইউনিয়ন আ’লীগের সভাপতি সরদার মোঃ. আমজাদ হোসেন, সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন প্রমুখ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ন খেলাটিতে খুলনার পাইকগাছা নাজমুল ফুটবল একাডেমীকে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয় দেবহাটার ভাতশালা গ্রন্থাগার ফুটবল একাদশের খেলোয়াড়রা।
