আব্দুল্লাহ আল মামুন:
দেবহাটা উপজেলার সখিপুর মিতালী সংঘের আয়োজনে ২ ৮শে ফেব্রুয়ারি বিকাল ৩ টায় উত্তর সখিপুর পিলের মাঠ প্রঙ্গনে লক্ষ টাকার ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত ফাইনাল খেলায় উত্তর সখিপুর শেখ পাড়া ক্রিকেট একাদশ কে হারিয়ে চাম্পিয়ান হয়েছে খেজুরবাড়িয়া ক্রিকেট একাদশ। ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, দেবহাটা উপজেলা বিএনপির সদ্য আহবায়ক সিরাজুল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সাতক্ষীরা জেলা জামাতের সহকারী সেক্রেটারি আসাদুজ্জামান মুকুল, দেবহাটা উপজেলা জামাতের আমির ওলিউল্লাহ, মিতালী সংঘের উপদেষ্টা রুহুল আমিন,সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সখিপুর মিতালী সংঘের সভাপতি সাইফুল ইসলাম,দেবহাটা উপজেলা যুবদলের আহবায়ক ও সখিপুর মিতালী সংঘের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, দেবহাটা উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক ওমর ফারুক রাজিব, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,দেবহাটা উপজেলা জাসসের আহবায়ক মনিরুজ্জামান মনি, সখিপুর ইউনিয়নের ইউপি সদস্য মোখলেছুর রহমান, নাজিম সরদার, আবুল হাসান, নারী মহিলা ইউপি সদস্য সাজু পারভীন, রেহেনা পারভীন, সুলেখা খাতুন। সখিপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, বিশিষ্ট সমাজ সেবক আবুল হোসেন,প্রমুখ উক্ত খেলায় ম্যাচ পরিচালনা করেন আবুল কালাম বিন আকবার ও মাস্টার আলাউদ্দিন আল আজাদ, খেলায় সেরা ব্যাটার তাপস কুমার, সেরা বলার ও ম্যান অফ দা ম্যাচ হয়েছে রমজান মোড়ল।