হোম অন্যান্যসারাদেশ দেবহাটায় যুবদলের কমিটিতে যুবলীগ নেতার নাম ঢুকিয়ে বিভ্রান্তি সৃষ্টি!

দেবহাটা প্রতিনিধি :

দেবহাটায় মিনারুল ইসলাম (৩২) নামের এক যুবলীগ নেতার নাম যুবদলের কমিটিতে ঢুকিয়ে রাজনৈতিক বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি দেবহাটা সদরের ৮নং ওয়ার্ড যুবদলের ঘোষিত পূর্ণাঙ্গ কমিটির তালিকায় পরিকল্পিতভাবে তার নাম ঢোকানো হয়েছে বলে অভিযোগ যুবলীগ নেতা মিনারুল ইসলামের। তিনি সুশীলগাতী গ্রামের অন্যতম আওয়ামী পরিবার শেখ জহুর আলীর ছেলে এবং সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য।

এক প্রেস বিবৃতিতে মিনারুল ইসলাম তার লিখিত বক্তব্যে জানিয়েছেন, কিছুদিন আগে চিকিৎসার জন্য পাসপোর্টধারী হিসেবে ভিসা নিয়ে ভারতে যান তিনি। সেখানে অবস্থানকালে সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের যুবদলের কমিটি অনুমোদন দেন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নাজমুল হুদা, সিনিয়র যুগ্ম সম্পাদক আহছানউল্লাহ খান ও সদস্য সচিব আব্দুল্যাহ আল মামুন।

স্যোশাল মিডিয়ার মাধ্যমে ভারতে অবস্থানকালে তিনি দেখতে পান, ২৩ সদস্য বিশিষ্ট যুবদলের যে কমিটি দেয়া হয়েছে তার ২০ নম্বরে সদস্যের ছকে মিনারুলের নাম ঢুকিয়ে দিয়েছে প্রতিপক্ষ রাজনৈতিক দলটি। পরে দেশে ফিরে বিষয়টি রাজনৈতিক বিভ্রান্ত সৃষ্টির জন্য পরিকল্পিত ভাবে ঘটানো হয়েছে বলে প্রেস বিবৃতিতে উল্লেখ করে নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি। একইসাথে প্রতিপক্ষ রাজনৈতিক দলের এমন নিন্দনীয় কর্মকান্ডে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন