হোম দেবহাটা দেবহাটায় মাদক সেবনে নিষেধ করায় ৩ জনকে পিটিয়ে জখম

দেবহাটায় মাদক সেবনে নিষেধ করায় ৩ জনকে পিটিয়ে জখম

কর্তৃক Editor
০ মন্তব্য 17 ভিউজ
আব্দুল্লাহ আল মামুন:
দেবহাটার কুলিয়ায় এক ঘের মালিকের মৎস্য ঘেরের বেড়ীবাঁধে এলাকায় কিছু যুবক মাদক সেবন করে, তাদের অভিভাবকদের কাছে নালিশ করার জন্য মাদক সেবীদের আক্রমণে ঘের মালিক সহ ৩ জন জখম। তার মধ্যে ১ জন ছুরির আঘাতে গুরুতর রক্তাক্ত জখম হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনে আছেন। এব্যাপারে ঘের মালিক কওছার আলী বাদী হইয়া ০৮/০২/২৫ তারিখে দেবহাটা থানায় একটি অভিযোগ দায়ের করে। থানার অভিযোগ সূত্রে জানা যায়, দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের বহেরা গ্রামের মৃত্যু কেনা মৃধার পুত্র সার ব্যবসায়ী কওছার আলীর মৎস্য ঘেরের ভেড়ীতে প্রতিদিন সন্ধ্যার পর কিছু যুবক মদ,গাজা ও ফেন্সিডিল সেবন করে। এমন সংবাদ লোক মারফত শুনার পরে ঘের মালিক কওছার আলী সন্ধ্যার পরে তার ঘেরে যেয়ে দেখতে পায়, বহেরা গ্রামের আরিজুলের পুত্র আলম (২৪) ও আজমির ( ২২), একই গ্রামের মৃত্যু ওমর আলীর পুত্র পলাশ( ৪০) সহ অজ্ঞাতনামা ৫/৬ জন মাদক সেবীরা মাদক সেবন করছে। ঘেরে মাদক সেবন নিষেধ করার জন্য গত ২৮/০১/২৫ তারিখে মাদক সেবী আলম ও আজমির এর চাচা বাবুর কাছে নালিশ করে, তার ভাইপোরা যেন তাদের মৎস্য ঘেরে যেয়ে মাদক সেবন না করে। নালিশ করায় তারা রাগান্বিত হইয়া গত ০৭/০২/২৫ তারিখ আনু: বেলা ১১ ঘটিকার সময়ে আলম,আজমির ও পলাশ সহ তাদের সঙ্গবাঙ্গরা আলমের হুকুমে আজমির ঘের মালিক কওছার আলীকে লোহার রড দিয়ে মেরে বেদনাদায়ক ফুলা জখম করে। এসময় তার পুত্র রায়হান বাবাকে ঠেকাতে আসলে আলম তাকে বাম বাহুতে কামড় দিয়ে রক্তাক্ত জখম করে। এসময় ঘের মালিকের ভাইপো শাহিন ঠেকাতে আসলে ১ নং আসামি আলম তাকে খুন করার উদ্দেশ্য গলায় ছুরির খোঁচা ও পিঠে ছুরির খোঁচা মেরে কাটাছেঁড়া রক্তাক্ত জখম করে। ৩নং আসামি পলাশ শাহিনের হত্যার উদ্দেশ্য গলায় পা দিয়ে চাপিয়া ধরিয়া শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। ২ নং আসামি আজমির বাদীর সারের দোকানে ক্যাশ বাক্সে রাখা সার ক্রয়ের ৫৬ লক্ষ্ টাকা চুরি করিয়া নিয়ে নেয়। এব্যাপারে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) হযরত আলি জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইন গত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন