আব্দুল্লাহ আল মামুন :
দেবহাটা উপজেলার সুশীলগাতী গ্রামের মৃত্যু করিম শেখের ছেলে বীরমুক্তিযোদ্ধা আবুল শেখ (৮৫) এর মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। ১৪ ডিসেম্বর শনিবার বাদ আছর বার্ধক্য জনিত কারণে তিনি মৃত্যু বরণ করেন।
১৫ ডিসেম্বর রবিবার সকাল ৮.৩০ মিনিটের সময় মরহুম আবুল শেখের দেবহাটা থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। গার্ড অব অনার প্রদানের সময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান, দেবহাটা থানার ভারপ্রাপ্ত অফিসার হযরত আলী বীরমুক্তিযোদ্ধা জামছেদ আলী, বীরমুক্তিযোদ্ধা তৌফিকুল আলম প্রমুখ।জোহর বাদ মরহুমের জানাজা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন হয়েছে।