হোম খুলনাসাতক্ষীরা দেবহাটায় প্রতিপক্ষের হয়রানিতে বন্ধের পথে ব্যবসা প্রতিষ্ঠান!

দেবহাটায় প্রতিপক্ষের হয়রানিতে বন্ধের পথে ব্যবসা প্রতিষ্ঠান!

কর্তৃক Editor
০ মন্তব্য 59 ভিউজ

দেবহাটা প্রতিনিধি:

সাতক্ষীরার দেবহাটায় জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে প্রতিপক্ষের অব্যহত হয়রানি ও ষড়যন্ত্রে বন্ধ হতে বসেছে সৌখিন ফার্নিচার নামক একটি ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রম। বিগত প্রায় ৪০ বছর ধরে সখিপুরে সৌখিন ফার্নিচার নামক ব্যবসা প্রতিষ্ঠানটি সুনামের সাথে পরিচালনা করে আসছেন আলহাজ¦ মুনসুর আলী বিশ^াস।

কিন্তু বিগত কয়েক বছর আগে সাব রেজিস্ট্রি অফিস মোড় এলাকায় নিজেদের ক্রয়সূত্রে মালিকানাধীন জমিতে ব্যবসা প্রতিষ্ঠানের দ্বিতীয় শাখা ও ওয়ার্কশপ নির্মাণের পর থেকে স্থানীয় সিরাজ গাজী ও আলীম গাজীর পরিবার ব্যবসা প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ ও উচ্ছেদে নানামূখী ষড়যন্ত্র চালিয়ে আসছে বলে অভিযোগ মালিক মুনসুর আলীর ছেলে আবুল হাসানের।

আবুল হাসান জানায়, তাদের ব্যবসা প্রতিষ্ঠানটি উচ্ছেদে অব্যহতভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে সিরাজ গাজী ও আলীম গাজীরা। সিরাজ গাজীর ছেলে আবু রায়হান ব্যবসা প্রতিষ্ঠানটি নিয়ে বারবার বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ দায়ের করে তাদের পাশাপাশি সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের হয়রানী করছেন। এর আগে একাধিকবার আবু রায়হানের মিথ্যা অভিযোগের প্রেক্ষিতে ওই ব্যবসা প্রতিষ্ঠানটিতে অভিযানে গিয়ে শেষশেষ দুঃখপ্রকাশ করে চলে যান সাবেক উপজেলা নির্বাহী অফিসার, পল্লীবিদ্যুৎ কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের অফিসাররা।

তিনি আরও বলেন, কয়েকমাস ধরে প্রতিরাতে ব্যবসা প্রতিষ্ঠানে অনবরত ইট-পাটকেল নিক্ষেপ, ব্যবসা প্রতিষ্ঠান লাগোয়া কিচেন নির্মাণ ও চারপাশে বাসবাড়ির নোংরা পানি ফেলা অব্যহত রেখেছে প্রতিপক্ষ আবু রায়হানসহ তাদের লোকজন। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের বারবার জানানো হলেও প্রতিপক্ষের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে তারাও এ বিষয়ে কোন পদক্ষেপ নেননি। ব্যবসা প্রতিষ্ঠানটি বাঁচাতে বাধ্য হয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করলে উল্টো সেসব জনপ্রতিনিধিরা গোপনে ব্যবসা প্রতিষ্ঠানটি ধ্বংসের তদবিরে লিপ্ত হয়ে আমাদের আইনী প্রতিকার প্রাপ্তির প্রক্রিয়ায় বাঁধা হয়ে দাঁড়ান। সর্বশেষ আবারও প্রতিপক্ষ আবু রায়হান বাদি হয়ে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলে সম্প্রতি এসিল্যান্ডের নির্দেশে সরেজমিনে তদন্ত করেছেন সদর ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার।

এদিকে তদন্ত প্রতিবেদন আমাদের ব্যবসা প্রতিষ্ঠান সৌখিন ফার্নিচারের বিপক্ষে দিতে প্রতিপক্ষ আবু রায়হানসহ তাদের আশ্রয়-প্রশ্রয়দাতা কয়েকজন জনপ্রতিনিধি ও স্থানীয় একটি দালালচক্র তদন্তকারী ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা প্রশান্ত কুমার সরকারের ওপর বিভিন্নভাবে চাপপ্রয়োগ করছেন বলেও অভিযোগ করেন আবুল হাসান।

সুষ্ঠভাবে ব্যবসা প্রতিষ্ঠানটি পরিচালনার ক্ষেত্রে প্রতিপক্ষের অব্যহত হয়রানি থেকে রেহাই পেতে ভুক্তভোগী আবুল হাসানের পরিবার সাতক্ষীরা জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার (ভূমি)’র হস্তক্ষেপ কামনা করেছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন