হোম অন্যান্যসারাদেশ দেবহাটায় ঘোড়া দৌড় প্রতিযোগীতা ১ জুন

দেবহাটা প্রতিনিধি :

কালের বিবর্তনে হারাতে বসেছে একসময়কার জনপ্রিয় ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগীতা। সর্বস্তরে ডিজিটালাইজেশন, ইলেকট্রনিক ইকুইপমেন্ট নির্ভর ব্যস্ততম শহুরে জীবনযাপন আর তীব্র জনসংখ্যা বৃদ্ধির ফলে পতিত মাঠ গুলোতে জনবসতি গড়ে ওঠা সহ নানা কারনে হারাতে বসেছে আবহমান গ্রাম বাংলার জনপ্রিয় এ ঘোড়া দৌড় প্রতিযোগীতাটি।

নব্বইয়ের দশকেও জেলায় জেলায় এ প্রতিযোগীতায় উৎসুক মানুষের ঢল নামলেও পরবর্তীতে ক্রমশ হারাতে থাকে ঘোড়া দৌড় প্রতিযোগীতার ঐতিহ্য। সম্প্রতি দেবহাটা উপজেলার পারুলিয়াতে আয়োজন করা হয়েছে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগীতা। আগামী ১ জুন বিকেল ৩টায় পারুলিয়া সাগর শাহ দীঘির পূর্ব পাশের মাঠে অনুষ্ঠিত হবে এ প্রতিযোগীতা।

পারুলিয়ার ইউপি সদস্য গাজী শহিদুল্যাহর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকারী ১৫ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারী ১০ হাজার টাকা, তৃতীয় স্থান অধিকারী ৭ হাজার টাকা, চতুর্থ স্থান অধিকারী ৬ হাজার টাকা ও পঞ্চম স্থান অধিকারীকে ৫ হাজার টাকা পুরষ্কার প্রদান করা হবে।

এছাড়াও বেস্ট ছুয়ার হিসেবে প্রথম দুজনকেও পুরষ্কৃত করা হবে। বিভিন্ন জেলার আগ্রহীদের প্রতিযোগীতায় অংশ নিতে ০১৭১৭৩৩৭২৯৭ নাম্বারে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট আয়োজক কমিটি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন