হোম অন্যান্যসারাদেশ দেবহাটায় ঘূর্নিঝড় যশ মোকাবেলায় দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির ভার্চুয়াল সভা

দেবহাটা প্রতিনিধি :

বঙ্গোপসাগরে সৃষ্ঠ ঘূর্নিঝড় যশ মোকাবেলায় পূর্ব প্রস্তুতি হিসেবে দেবহাটা উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় জুম ক্লাউড মিটিং অ্যাপসের মাধ্যমে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান।

সভায় উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, পুলিশ পরিদর্শক (তদন্ত) ফরিদ আহমেদ, সখিপুর ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন রতন, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আব্দুল লতিফ, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া ইউপি’র প্যানেল চেয়ারম্যান আসাদুল ইসলাম, ফায়ার সার্ভিসের নিজাম উদ্দীন, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, ওয়ার্ল্ড ভিশনের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার ফুলি সরকার প্রমুখ বক্তব্য রাখেন।

ঘূর্নিঝড়ের পূর্ব ও পরবর্তী সময়ের প্রস্তুতি হিসেবে সর্বোচ্চ জণসচেতনতা সৃষ্টি, পাঁচটি ইউনিয়নের পনেরটি আশ্রয়কেন্দ্রের পাশাপাশি সকল শিক্ষা প্রতিষ্ঠান সমুহ অস্থায়ী সাইক্লোন শেল্টার হিসেবে প্রস্তুত রাখা, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কুইক রেসপন্স টিম ও কন্ট্রোল রুম চালু, উপজেলা ও ইউনিয়ন ভিত্তিক মেডিকেল টিম প্রস্তুত রাখা, প্রত্যেকটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে জনপ্রতিনিধিদের নেতৃত্বে স্বেচ্ছাসেবক, স্কাউটস, স্বাস্থ্যকর্মীদের সমন্বয়ে দূর্যোগ কালীন কমিটির কার্যক্রম পরিচালনা, ঝড়ে ভেঙে পড়া গাছ দ্রুত অপসারনের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা সচল রাখা, সাইক্লোন শেল্টারে আশ্রয় নেয়া মানুষদের জন্য খাবার, সুপেয় পানি সরবরাহ এবং স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণ সহ বিভিন্ন গুরুত্বপূর্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন