দেবহাটা প্রতিনিধি:
দেবহাটায় আটশতবিঘা মন্দিরের অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয়েছে। বুধবার (১ মে) সকাল ৯টায় পুরাতন মন্দিরের জমিতে নতুন করে মন্দিরের ভবন নির্মাণের কাজ আনুষ্ঠানিক উদ্বোধন করেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্র ও যুবনেতা মনিরুজ্জামান মনি।
এসময় নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী, সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, মন্দির কমিটির সাধারণ সম্পাদক লক্ষণ বাগ, উপদেষ্টা মুকুন্দ ঘুঘু, বিশ্বজিৎ ঘুঘু, সহ-সম্পাদক আনন্দ ঘুঘু, সহ-সাংগঠনিক সম্পাদক অচিন্ত ধাড়া, প্রচার সম্পাদক বাসুদেব বাগ প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, সমাজকল্যাণ মন্ত্রনালয় সম্পর্কিত সাংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-০৩ আসনের সাংসদ অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি’র ঐকান্তিক প্রচেষ্টায় জিএসআইডিপি প্রকল্পের অধীনে ৩ লাখ টাকা বরাদ্দে আটশতবিঘা মন্দিরের উন্নয়ন কাজটি শুরু হয়েছে।