হোম দেবহাটা দেবহাটায় আজ থেকে শুরু লক্ষ টাকার ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬

দেবহাটায় আজ থেকে শুরু লক্ষ টাকার ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬

কর্তৃক Editor
০ মন্তব্য 17 ভিউজ
আব্দুল্লাহ আল মামুন:
দেবহাটা উপজেলা সখিপুর মিতালী সংঘের আয়োজনে (শুক্রবার) ৭ই ফ্রেব্রুয়ারী বিকাল ৩ টায় উত্তর সখিপুর পিলের মাঠে ৮ দলীয় লক্ষ টাকার নক আউট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলা, উক্ত খেলার উদ্বোধন করবেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সখিপুর মিতালী সংঘের সভাপতি ও ৩নং সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম ও উক্ত ক্লাবের সাধারণ সম্পাদক ও দেবহাটা উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান (কামরুল), উক্ত টুর্নামেন্টেরচ্যাম্পিয়ন পুরস্কার দিবেন এন, সি, সি ব্যাংক পারুলিয়া শাখা ও রানার আপ পুরস্কার দিবেন সাতক্ষীরা জেলা কাঁকড়া সমিতি, উক্ত খেলাটি দেখার জন্য সবাই কে আমন্ত্রণ জানিয়েছে ক্লাবের সকল সদস্য বৃন্দু।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন