মাহমুদুল হাসান শাওন, দেবহাটা:
দেবহাটায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার সখিপুর ঈদগাহ বাজারে র্যালী ও আলোচনা সভা পরবর্তী কেঁক কেটে সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন নেতাকর্মীরা।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. মুজিবর রহমানের সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় সম্পর্কিত সাংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-০৩ আসনের সাংসদ অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।
যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতনের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সাংসদের সাবেক ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আলী মোর্ত্তজা মো. আনোয়ারুল হক, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী, সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার মো. আমজাদ হোসেন, যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুব আলম খোকন, ছাত্রলীগ নেতা মিজানুর রহমান মাহি প্রমুখ।
এসময় আওয়ামী লীগ নেতা আরশাদ আলী, মনিরুল ইসলাম মনি, মোনায়েম হোসেন, শরৎচন্দ্র ঘোষ, রেজাউল ইসলাম, রাশেদুল ইসলাম, আব্দুল হান্নান, আবু বকর গাজি, আবুল কাশেম, বিধান বর্মন, সাইফুল ইসলাম, মাহমুদুল হক লাভলু, যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লোকমান কবিরসহ মূলদল ও অন্যান্য সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।