হোম খুলনাসাতক্ষীরা দেবহাটার কুলিয়ায় খাল পুন:খননের উদ্বোধন

দেবহাটা প্রতিনিধি:

দেবহাটার কুলিয়া ইউনিয়নের টিকেট গ্রামে গাজীর খাল পুন:খননের উদ্বোধন করা হয়েছে। বৃহষ্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে খালটির খননকাজ উদ্বোধন করেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. মুজিবর রহমান।

নেদারল্যান্ড সরকারের অর্থায়নে সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের মাধ্যমে সফল ফর ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট প্রোজেক্টের আওতায় ৫ লক্ষ টাকা ব্যায়ে খালটি পুনঃখননের উদ্যোগ নেয়া হয়েছে।

এসময় দেবহাটা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলিপ কুমার মন্ডল, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া’র সাতক্ষীরা শাখার প্রোগ্রাম অফিসার ফিরোজা খাতুন, উত্তরণ দেবহাটা শাখার ওয়াটার ক্লাস্টার অফিসার মো. মিজানুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন