দেবহাটা প্রতিনিধি:
সাতক্ষীরার দেবহাটায় চাঁদা না দেওয়ায় এক যুবককে ডেকে নিয়ে নির্মমভাবে মারধরের অভিযোগ পাওয়া গেছে। আহত ওই যুবক বর্তমানে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০ জুলাই (শনিবার) রাত সাড়ে ৮টার দিকে পারুলিয়া বাজারের আহছানিয়া বেডিং হাউজে বসে ছিলেন হাবিব হোসেন (২২)। এ সময় অভিযুক্ত নাঈম হোসেন তাকে ডেকে সততা হোটেলের সামনে নিয়ে যায়। সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা অভিযুক্ত মোঃ আব্দুল্লাহ গাজী, কিরণ গাজী, রাশিদুলসহ ১০-১৫ জন হাবিবকে ঘিরে ধরে মাছ ব্যবসা চালাতে হলে চাঁদা দিতে হবে বলে জানায়।
চাঁদা দিতে অস্বীকৃতি জানালে, তারা হাবিবের উপর লাঠি ও লোহার রড নিয়ে হামলা চালায়। লোহার রডের আঘাতে হাবিবের মাথায় গভীর জখম হয় এবং শরীরের বিভিন্ন স্থানে ফোলাজখম করে। অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা হাবিবের কাছ থেকে মাছ ব্যবসার নগদ ২ লাখ ৩০ হাজার ৫০ টাকা ও ৮ আনা ওজনের একটি স্বর্ণের আংটি ছিনিয়ে নেয়।
হাবিবের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় আহত হাবিবকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এই ঘটনায় হাবিবের বাবা মোঃ আব্দুস সাত্তার দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে অভিযুক্ত করেন। প্রত্যক্ষদর্শী হিসেবে স্থানীয় বাসিন্দা জাকির হোসেন, শরিফুল ইসলাম (বাবু), শরিফুল ইসলাম (রাজ)সহ আরও অনেকে এ ঘটনার সাক্ষী আছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বলেন, “আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”