হোম দেবহাটা দেবহাটায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় বিজয়ী সখিপুর ইউনিয়ন 

দেবহাটায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় বিজয়ী সখিপুর ইউনিয়ন 

কর্তৃক Editor
০ মন্তব্য 26 ভিউজ
দেবহাটা প্রতিনিধিঃ
দেবহাটা উপজেলা ক্রীড়া পরিষদের আয়োজনে সখিপুর উদয়ন সংঘের সার্বিক সহযোগিতায়। বিজয় দিবস উপলক্ষে ইউনিয়ন পর্যায় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলায় সখিপুর ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ দেবহাটা সদর ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশকে ১-০গোলে হারিয়ে জয় লাভ করে।
উক্ত খেলাটি (সোমবার) ৩০শে ডিসেম্বর বিকাল ৩ টায় সখিপুর সরকারি খান বাহাদুর আহছানউল্লা কলেজ ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় সাথে সাথে উপজেলা বিভিন্ন ক্লাবের মাঝে খেলার সমগ্রী বিতরণ করা হয়। এই সময় উপজেলা ক্রিয়া পরিষদের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণায়ের মাননীয় উপদেষ্টার একান্ত সচিব আবুল হাসন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা স্থল দেবহাটা উপজেলা সমিতির যুগ্ম আহবায়ক রিয়াজুল ইসলাম হাসা,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহাম্মেদ তানভীর সিদ্দিক,উপজেলা একাডেমি সুপার ভাইজার মিজানুর রহমান, সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোয়ার হোসেন দেবহাটা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বাবলু সখিপুর উদয়ন সংঘের সাবেক সভাপতি ও ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল হোসেন বকুল উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য রাজিব হোসেন, উপজেলা ছাত্রদলের সচিব ফিরোজ হোসেন সাবেক ইউপি সদস্য এবাদুল ইসলাম ইউপি সদস্য রফিকুল ইসলাম মন্টু ইউপি সদস্য রেহেনা পারভিন রবিউল ইসলাম প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন