হোম খুলনাসাতক্ষীরা দেবহাটায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা 

দেবহাটায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা 

কর্তৃক Editor
০ মন্তব্য 29 ভিউজ
আব্দুল্লাহ আল মামুন:
দেবহাটা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ শে আগষ্ট ২০২৫, মঙ্গলবার দুপুরে ১২ টায় দেবহাটা উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে উক্ত মাসিক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ মহোদয় এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দেবহাটা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান, দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম, সখিপুর মহিলা কলেজ এর অধ্যক্ষ আবুল কালাম আজাদ
সদর দেবহাটা ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল , সখিপুর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, কুলিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান প্রভাষ কুমার মন্ডল, দেবহাটা প্রেস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারন সম্পাদক বায়েজিদ বোস্তামী উজ্জ্বল,৷ দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডাঃ অহিদুজ্জামান, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, প্রেস ক্লাবের
যুগ্ন সাধারণ সম্পাদক লিটন ঘোষ বাপ্পী, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, যুগ্ন সাধারন সম্পাদক ডাঃ আমিরুল ইসলাম, দেবহাটা কলেজ এর অধ্যক্ষ হাফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা একাডেমি সুপার ভাইজার মিজানুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন সরকারি বিবিএমপি ইনস্টিটিউট হাইস্কুলে প্রধান শিক্ষক মদন মোহন পাল, ফিসারিজ কর্মকর্তা সাজ্জাদ হোসেন, নেতা মুজাহিদ বিন ফিরোজ, টাউন শ্রীপুর ক্যাম্পের সুবেদার আরজুল প্রমুখ। ইউএনও কে এম আবু নওশাদ বলেন, দেবহাটা উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের ২০০শত গজের মধ্যে মাদক দ্রব্য, বিড়ি ও সিগারেট ক্রয়-বিক্রয় করা যাবে না। কীটনাশক দোকানদারদের উদ্দেশ্য বলেন, পিসক্রিপশন ছাড়া কোন কীটনাশক ঔষধ বিক্রয় করা যাবে না। আইন শৃঙ্খলা কমিটির সকল সদস্যদের উপজেলার সকল সমস্যা আমাকে জানালে, আমি সেই সমস্যা গুলো সমাধান করার চেষ্টা করব, ইনশাল্লাহ। ওসি গোলাম কিবরিয়া হাসান বলেন, খলিশাখালিতে ভূমি দস্যু আর থাকবে না, ঘের নাই অথচ কিছু মানুষ সকালে মাছ বিক্রয় করে, এদের খোঁজ দিবেন, মাদকের ব্যাপারে কোন ছাড় নেই, রাজনৈতিক ব্যাক্তি,ইউপি চেয়ারম্যানগণ, সাংবাদিকগণ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যগণ ও অন্যান্য সদস্যদের সহযোগিতা করার আহবান জানান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন