দেবহাটা প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র দেবহাটা উপজেলা শাখার নতুন কমিটি অনুমোদন দেয়া হয়েছে। শনিবার সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. সৈয়দ ইফতেখার আলী ও সদস্য সচিব আব্দুল আলীম চেয়ারম্যান যৌথ স্বাক্ষরের মধ্যদিয়ে দেবহাটা উপজেলা বিএনপি’র ৩১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেন।
একইসাথে উপজেলার ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি প্রদানের ক্ষেত্রে সদ্য অনুমোদিত কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবের পাশাপাশি সিনিয়র যুগ্ম আহ্বায়কের স্বাক্ষরের ক্ষমতা প্রদানের বিষয়টিও উল্লেখ করা হয়েছে।
সদ্য অনুমোদিত এ কমিটিতে জেলা বিএনপি’র অন্যতম নেতা এবং উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দীন সিদ্দিকীকে আহ্বায়ক এবং পারুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক গোলাম ফারুক বাবুকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।
এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে মোখলেছুর রহমান মুকুল, যুগ্ম আহ্বায়ক পদে জাকির হোসেন, মাসুম বিল্লাহ, এ্যাড. জাহাঙ্গীর কবির বাবু, প্রভাষক কামাল হোসেন, হাসান শারাফী, আলতাফ হোসেনকে মনোনীত করা হয়েছে।
পাশাপাশি উপজেলা বিএনপির সাবেক সভাপতি শেখ সিরাজুল ইসলাম, সুলতান মোহাম্মদ ফারুক, আব্দুল কাদের, রফিকুল ইসলাম সানা, আবুল হোসেন বকুল, শামছুজ্জামান ময়না, আব্দুস সালেক, রিয়াজুল ইসলাম মোল্যা, সুমন পারভেজ, রুহুল কুদ্দুস খোকা, এবাদুল ইসলাম, আব্দুর রহমান, আহম্মাদ আলী, আইয়ুব হোসেন, মতি সানা, রাজীব হোসেন রাজু, আহছানউল্লাহ, মোকছেদ আলী, আমজাদ হোসেন, আবু সাঈদ, রফিকুল ইসলাম মন্টু, হাবিবুর রহমান মাসুমকে উক্ত কমিটির সদস্য করে ৩১ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
এদিকে নতুন কমিটি অনুমোদন দেয়ায় জেলা বিএনপি’র সকল নের্তৃবৃন্দকে ধন্যবাদ জানিয়েছেন সদ্য অনুমোদিত কমিটির নেতাকর্মীরা।