হোম খেলাধুলা দেখা না হলেও জামালের জন্য উপহার রেখে গেছেন মার্টিনেজ

স্পোর্টস ডেস্ক:

কলকাতা সফরে যাওয়ার কথা ছিল এমিলিয়ানো মার্টিনেজের। নিজের ইচ্ছাতেই এলেন ঢাকায়। তবে বেশিক্ষণ থাকেননি মার্টিনেজ। যে বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে এসেছেন তাদের নির্ধারিত সফরসূচি অনুযায়ী ১১ ঘণ্টা সময় ঢাকায় কাটিয়েছেন তিনি।

ভক্তদের উন্মাদনা দেখতে ঢাকায় এলেও তাদেরই দেখার সুযোগ হয়নি মার্টিনেজের। ভক্তরাও কাছে থেকে দেখতে পারেননি প্রিয় তারকাকে। শুধু ভক্তরাই নন, আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকার সঙ্গে দেখা করতে গিয়ে পারেননি বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়াও।

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার মধ্য দিয়ে ঢাকায় ঝটিকা সফর শেষ হয় মার্টিনেজের। কলকাতার উদ্দেশে দেশ ছাড়তে তিনি যখন হজরত শাহজালাল বিমানবন্দরে, কাকতালীয়ভাবে বাংলাদেশ ফুটবল দলও তখন সেখানেই। সাফ শেষ করে দেশে ফিরছিলেন জামাল-জিকোরা।

মার্টিনেজ বিমানবন্দরে- এ কথা জেনে দেখা করার ইচ্ছা হয় জামাল ভূঁইয়ার। তবে চেষ্টা করেও আর্জেন্টাইন গোলরক্ষকের দেখা পাননি বাংলাদেশ অধিনায়ক। এ ঘটনা দেশের বিভিন্ন গণমাধ্যমে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভের ঝড় বয়ে যায় ভক্তদের মাঝে। মার্টিনেজও বিষয়টা জানতে পারেন কলকাতা যাওয়ার পর। জেনেছেন ঢাকা ও কলকাতা শহরের উদ্যোক্তা শতদ্রু দত্তর কাছ থেকে।

ঢাকা ছাড়ার পর কলকাতায় আরও দুইদিন ছিলেন মার্টিনেজ। এসময় জামালের জন্য একটি অটোগ্রাফ দেয়া জার্সি রেখে যান তিনি। সেখানে লেখা ছিল, ‘চিয়ার্স জামাল।’ নিজের ইন্সটাগ্রামে মার্টিনেজের জার্সি রেখে যাওয়ার সংবাদ শেয়ার করেছেন জামাল ভূঁইয়া নিজেই। বাংলাদেশ অধিনায়ক অবশ্য জার্সিটি এখনও হাতে পাননি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন