হোম অন্যান্যসারাদেশ দু’দিন বন্ধ থাকার পর ঢাকা-বেনাপোল রুটে বেনাপোল এক্সপ্রেস ট্রেনের চলাচল শুরু

দু’দিন বন্ধ থাকার পর ঢাকা-বেনাপোল রুটে বেনাপোল এক্সপ্রেস ট্রেনের চলাচল শুরু

কর্তৃক
০ মন্তব্য 294 ভিউজ

মিলন হোসেন বেনাপোল :

ঈদুল আজহার দু’দিন পর ঢাকা-বেনাপোল রুটে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটির চলাচল শুরু। ভারতের ট্রেনও দুই দিন আমদানি বাণিজ্য বন্ধ ছিল আজ সোমবার সকাল থেকে শুরু হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সকালে বেনাপোল স্টেশন ম্যানেজার সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মুসলিম ধর্মের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষে ২ আগস্ট পর্যন্ত বেনাপোল-ঢাকা রুটে চলাচলকারী যাত্রীবাহী ট্রেন বেনাপোল এক্সপ্রেস চলাচল বন্ধ ছিল।

পাশাপাশি একই সময়ে এই পথে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি বাণিজ্য চলাচলকারী কার্গোরেল, সাইডডোর কার্গো রেল, পার্সেল ভ্যান ও সব ধরনের পণ্য পরিবহন বন্ধ ছিল। আজ সোমবার (৩ আগস্ট) সকাল থেকে আমদানি বাণজ্যি স্বাভাবিক হয়েছে।

তিনি আরো বলেন বেনাপোল স্থলপথের পাশাপাশি রেল পথ দিয়ে বেড়েছে আমদানি বাণিজ্য।এছাড়া এই পথে দুই দেশের মধ্যে সৌহার্দ সম্পর্ক বৃদ্ধি করতে খুলনা-কলকাতা রুটে যাত্রীবাহী রেল বন্ধন চলাচল করছে। তবে করোনা সংক্রমণের কারণে ভারত সরকারের নিষেধাজ্ঞায় যাত্রীবাহী রেল বন্ধন চলাচল বর্তমানে বন্ধ রয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন