হোম আন্তর্জাতিক দুই মাথা, আট হাত-পা নিয়ে জন্ম নেওয়া শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক :

দুই মাথা, চার হাত ও চার পা নিয়ে জন্ম নিল শিশু। তবে ভূমিষ্ট হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে মারা গেছে এই নবজাতক। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মা।

ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে। শুক্রবার (২৭ আগস্ট) দেশটির সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদনে এ খবর জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে দুই মাথা, ৪ হাত ও ৪ পা-ওয়ালা শিশুর জন্ম দেন সাবিনা ইয়াসমিন নামের এক নারী। কিন্তু কয়েক ঘণ্টা পর মারা যায় ওই নবজাতক।

জানা গেছে, সাবিনা ইয়াসমিন জলপাইগুড়ির মৌলানি ব্লকের আদাবাড়ি এলাকার বাসিন্দা। গত কয়েক মাস ধরে অন্তঃস্বত্ত্বা ছিলেন তিনি। বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাতে আচমকাই প্রসব যন্ত্রণা শুরু হয়। পরে জলপাইগুড়ি জেলার মালবাজারে এক চিকিৎসকের কাছে নিয়ে যান পরিবারের লোকেরা। স্ক্যান রিপোর্টে দেখা যায়, পেটের ভেতরে দুটি শিশু জুড়ে গেছে! এরপর ওই নারীকে ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। কিন্তু চিকিৎসকরা ঝুঁকি নিতে রাজি হননি। রোগীকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করার পরামর্শ দেন।

পরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ও হাসপাতালে যখন আনা হয়, ততক্ষণে সাবিনা ইয়াসমিনের শারীরিক অবস্থার আরও অবনতি হয়ে যায়। পরীক্ষা-নিরীক্ষার পর দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে ২ মাথা, ৪ হাত ও ৪ পা নিয়ে ভূমিষ্ট হয় শিশু! কিন্তু জন্মের কয়েক ঘণ্টার মধ্যে মারা যায় শিশুটি।

উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ডিন সন্দীপ সেনগুপ্ত সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘সময়ের অনেক আগেই জন্ম হয়েছিল শিশুটির। বাঁচার সম্ভাবনা ছিল না বললেই চলে। মাকে সুস্থ করে তোলার চেষ্টা চলছে।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন