স্পোর্টস ডেস্ক:
ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির পর এবার ইউরোপ অধ্যায়ের ইতি টানলেন সময়ের অন্যতম সেরা তারকা নেইমার জুনিয়র। আল হিলালের প্রস্তাবে রাজি হয়ে দুই বছরের জন্য তিনি পাড়ি দিচ্ছেন সৌদি আরবে।
সোমবার (১৪ আগস্ট) আল হিলালের সঙ্গে নেইমারের চুক্তিবদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে দলবদলের নির্ভরযোগ্য সূত্র ফ্র্যাব্রিজিও রোমানো।
এ ইতালিয়ান সাংবাদিক জানিয়েছেন, নেইমারকে পেতে ১০০ মিলিয়ন ইউরো খরচ করছে আল হিলাল। পিএসজি, নেইমার এবং আল হিলাল ইতোমধ্যে চুক্তির সকল কাগজপত্র যাচাই বাচাই করে নিয়েছে। সৌদি ক্লাবটির সঙ্গে ২৫ জুন ২০২৫ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ হবেন নেইমার। শর্তসাপেক্ষে যেটা আরও এক বছর বাড়তে পারে।
সোমবারই ব্রাজিলিয়ান তারকার মেডিকেল হবে এবং এরপর তিনি সৌদি আরবের উদ্দেশে রওনা হবেন। সৌদি ক্লাবটির হয়ে ব্রাজিলিয়ান তারকা ১০ নম্বর জার্সিতেই খেলবেন। এ সপ্তাহের শেষে সমর্থকদের সঙ্গে তাকে পরিচয় করিয়ে দেবে আল হিলাল।
এদিকে ফরাসি সংবাদ মাধ্যমে ‘লেকিপ’ আগেই নেইমারের সৌদিতে পাড়ি দেয়ার বিষয়টি নিশ্চিত করেছিল। সংবাদ মাধ্যমটি বলছে, আল হিলালে বছরপ্রতি নেইমারের পারিশ্রমিক হবে ১৬০ মিলিয়ন ইউরো (প্রায় ১ হাজার ৯২৭ কোটি টাকা)। দুই বছরে অঙ্কটা দাঁড়াচ্ছে ৩১০ মিলিয়ন ইউরো।
২০১৭ সালে দলবদলের বিশ্বরেকর্ড গড়ে বার্সেলোনা থেকে নেইমারকে দলে ভিড়িয়েছিল পিএসজি। ফরাসি ক্লাবটিকে অধরা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা এনে দেয়ার অঙ্গীকার করলেও গত ছয় বছরে একবার ফাইনালে তোলা ছাড়া এই শিরোপার ধারেকাছে দলকে নিতে পারেননি নেইমার। একের পর এক ইনজুরি ও অপেশাদারি আচরণ নেইমারকে ক্লাবটির মালিকপক্ষ ও সমর্থকদের কাছে চক্ষুশূলে পরিণত করেছে। তাই ভালো অঙ্কের প্রস্তাব পেলেই তাকে ছেড়ে দিতে চেয়েছিল ক্লাবটি। অন্যদিকে নেইমারও আর পিএসজিতে থাকতে চাননি। সাবেক ক্লাব বার্সেলোনায় ফেরার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত তার গন্তব্য নির্ধারণ হয়েছে সৌদিতেই।
পিএসজির জার্সিতে এখন পর্যন্ত ১৭৩ ম্যাচে ১১৮ গোল করেছেন নেইমার। এছাড়া ৭৭টি গোলে সহায়তাও করেছেন। ক্লাবটিকে এ সময়ে পাঁচবার লিগ ওয়ানের শিরোপা জিততে সাহায্য করেছেন তিনি। এছাড়া ক্লাবটির হয়ে দুবার লিগ কাপ, তিনবার ফ্রেঞ্চ কাপ ও চারবার সুপার কাপ জিতেছেন নেইমার।