হোম জাতীয় দুই দিনের মাথায় ফের সংঘর্ষে চবি ছাত্রলীগ

জাতীয় ডেস্ক :

পূর্ব ঘটনার জের ধরে ফের সংঘর্ষে জড়িয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই পক্ষের নেতা-কর্মীরা।

রোববার (১৭ অক্টোবর) বিকেল চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত ও শাহাজালাল হলের সামনে এ ঘটনা ঘটে।

এতে বিবাদমান পক্ষ দুটি হলো- শিক্ষা উপ-মন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী সিএফসি ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছিরের অনুসারী সিক্সটি নাইন গ্রুপ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহাজালাল হল ও শাহ আমানত হলের ছাত্রলীগ নেতাকর্মীরা সংঘর্ষে জড়ায়। এসময় দুই পক্ষ ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে।

খবর পেয়ে হাটহাজারী থানা থেকে ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছেছে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন