নিজস্ব প্রতিনিধি:
দীপ্ত টিভির সাতক্ষীরা প্রতিনিধি সাংবাদিক রঘুনাথ খাঁ’র উপর পুলিশি নির্যাতন ও মিথ্যা মামলায় চার্জশীট দেওয়ার প্রতিবাদে ও মামলা থেকে অব্যহতির দাবিতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। সোমবার সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে সাংবাদিক সমাজ, সাতক্ষীরার ব্যানারে এ কর্মসুচি পালিত হয়।
বীর মুক্তিযোদ্ধা সাবেক অধ্যক্ষ সুভাষ সরকারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যাণার্জী, ভুক্তভোগী সাংবাদিক রঘুনাথ খাঁ, দৈনিক জনতার জেলা প্রতিনিধি মুক্তিযোদ্ধা কালিদাস রায়, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ, জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন, জেলা হিন্দু মহাজোটের সভাপতি অ্যাড. অসীম কুমার মন্ডল, জাসদ নেতা প্রফেসার ইদ্রিস আলী,বাসদ নেতা এড. খগেন্দ্র নাথ ঘোষ, জাসদ নেতা ওবায়দুস সুলতান বাবলু, সিপিবি’র জেলা কমিটির সম্পাদক আবুল হোসেন, জেলা ভ‚মিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, বণ ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি আদিত্য কুমার মল্লিক প্রমুখ।
বক্তারা বলেন, দেবহাটার খলিষাখালির ১৩১৮ বিঘা জমি মহামান্য সুপ্রিম কোর্ট লাওয়ারিশ হিসেবে ঘোষণা করার পরও সাতক্ষীরা জেলা প্রশাসক ২০২১ সালের ২৯ নভেম্বর এক সভায় ওই জমি কথিত জমির মালিকদের ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। ভূমিদস্যু কাজী গোলাম ওয়ারেশসহ কয়েকজন জাল জালিয়াতি করে জমির কাগজপত্র প্রস্তুত করেন। ভূমিহীনদের উচ্ছেদ না করার জন্য হাইকোর্ট স্থিতাবস্থা জারি করার পরও তা অমান্য করে তৎকালিন পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান ভূমিদস্যুদের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে ৭৮৫টি ভূমিহীন পরিবারের ঘরবাড়িতে আগুন লাগিয়ে তাদেরকে বিতাড়িত করেন এবং ভূমিহীনদের আদালত ও ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থান থেকে ধরে নিয়ে মাদক, অস্ত্রসহ গ্রেপ্তার করে জেলে পাঠান। এসব নিউজ প্রকাশ করায় সাংবাদিক রঘুনাথ খাঁকে গত বছরের ২৩ জানুয়ারি শহরের পিএন হাইস্কুল মোড় থেকে ধরে নিয়ে যায় পুলিশ।
পরদিন ডিবি পুলিশ হেফাজতে নিয়ে তাকে তৎকালীন পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের নির্দেশে পিটিয়ে ও ইলেকট্রিক শক দিয়ে জখম করা হয়। এরপর তার বিরুদ্ধে চাঁদাবাজি ও নাশকতার মামলা দেওয়া হয়। প্রথম আলোয় এ সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করায় ও প্রতিবাদ করতে যেয়ে সাতক্ষীরার সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যাণার্জীকেও ট্রাকের চাকার তলায় ফেলে মেরে ফেলার হুমকি দেন পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান। বিষয়টি বর্তমান পুলিশ সুপার মতিউর রহমান ছিদ্দিকীসহ বিভিন্ন দপ্তরে জানানোর পরও রঘুনাথ খাঁ’র নামে এসব মামলায় চার্জশীট দেওয়া হয়েছে। বক্তারা অবিলম্বে সম্পুরক চার্জশীট এর মাধ্যমে রঘুনাথ খাঁকে উক্ত মিথ্যা মামলা থেকে দ্রুত অব্যহতির দেয়ার জোর দাবী জানান। নইলে আগামিতে বৃহত্তর কর্মসুচি গ্রহণ করা হবে বলে জানান বক্তারা।