হোম আন্তর্জাতিক দিল্লি প্রবেশে অনড় ভারতের কৃষকেরা, নিরাপত্তা জোরদার

দিল্লি প্রবেশে অনড় ভারতের কৃষকেরা, নিরাপত্তা জোরদার

কর্তৃক Editor
০ মন্তব্য 89 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:

একাধিক দাবিতে রাস্তায় নামা ভারতের কৃষকেরা আন্দোলনের ঝাঁঝ বাড়িয়েই তুলছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) তৃতীয় দিনের আন্দোলনেও পুলিশি বাধার মুখে পড়েছে কৃষকেরা।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বৃহস্পতিবার পাঞ্জাবে ‘রেল রোকো’ কর্মসূচির ডাক দেয়া হয়। এদিন দুপুরে পাঞ্জাবের বিভিন্ন প্রান্তে রেল অবরোধ করেন আন্দোলনকারীরা। এতে দেশটির উত্তরাঞ্চলে ট্রেন পরিষেবায় ব্যাঘাত ঘটে।

তবে দিল্লি চলো অভিযান নিয়ে অনড় কৃষকদের রাজধানী প্রবেশ ঠেকাতে কড়া নিরাপত্তা নেয়া হয়েছে। এছাড়া ৩০ হাজার টিয়ার শেল ব্যবহারের নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছে রাজ্য পুলিশ।

এসবের মধ্যেই চাপে পড়ে, কৃষক প্রতিনিধিদের আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছেন দেশটির কৃষিমন্ত্রী। চণ্ডীগড়ে কৃষক নেতাদের সঙ্গে কৃষিমন্ত্রী, বাণিজ্য ও শিল্পমন্ত্রী ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। কেন্দ্রের প্রস্তাবের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন কৃষক নেতারা।

এদিকে, ক্ষমতায় গেলে আন্দোলনরত কৃষকদের দাবি বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ছত্তিশগড়ে এক জনসভায় রাহুল বলেন, কংগ্রেস ক্ষমতায় এলে দাবি মেনে নিয়ে কৃষকদের জন্য আইনি নিশ্চয়তা দেবে তার দল।

এর আগে, ২০২০ সালে একইরকম দাবি নিয়ে দিল্লি সীমান্তে ধর্মঘট করেন হাজারো কৃষক। তোপের মুখে পিছু হটেছিল মোদি সরকার। ১৩ মাসের আন্দোলন শেষ হয় সরকারের মধ্যস্থতায়। কিন্তু কৃষক অধিকার আন্দোলনের নেতারা জানান, যা যা প্রতিশ্রুতি দিয়েছিল সরকার, সেগুলোর অর্ধেকও পূরণ হয়নি।

ফসলের ন্যূনতম দাম পেতে আইন, কৃষকদের জন্য পেনশন, শস্যবিমা এবং তাদের বিরুদ্ধে করা সব মামলা বাতিলের দাবিতে গেল মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল থেকে পাঞ্জাব ও হরিয়ানা থেকে দিল্লি অভিমুখে যাত্রা করেন ভারতের কৃষকেরা।

যদিও পুলিশি বাধার মুখে এখনও রাজধানী নয়াদিল্লিতে ঢুকতে পারেননি তারা। উল্টো পাঞ্জাব-হরিয়ানা সীমান্তে কৃষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত হন অনেকে। পাঞ্জাব এবং হরিয়ানার মধ্যবর্তী শম্ভু সীমান্তে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে ব্যবহার করা হয় জল কামান। ড্রোনের মাধ্যমে নিক্ষেপ করা হয় কাঁদানে গ্যাস। অবশ্য ড্রোন আটকানোর আশায় বিক্ষোভকারীদের আকাশে ঘুড়ি ওড়াতে দেখা যায়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন