জাতীয় ডেস্ক :
দিনাজপুরের নবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া সাতজন পলাতক আসামিকে আটক করেছে নবাবগঞ্জ থানা পুলিশ।
বুধবার (২৬ জানুয়ারি) দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- উপজেলার জগন্নাথপুরের মৃত তোজাম্মেল হকের ছেলে মো. আলী হোসেন (৩৫), টঙ্গি পশ্চিমপাড়া এলাকার মৃত আফজাল হোসেনের ছেলে মো. মাছিদুল ইসলাম (৩২), ভেবটগাড়ি এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে মো. রহিদুল ইসলাম (৪০), কুশদহ এলাকার মৃত হাবিবুর ইসলামের ছেলে মো. শরিফুল ইসলাম (৩৫), কাঁচদাহ হিন্দুপাড়া এলাকার মৃত কুলোদা বর্মনের ছেলে শ্রী কুমদ চন্দ্র, আহমদ নগর এলাকার আব্দুর রহমানের ছেলে মো. আব্দুর রহেদ (৩৫), ফতেপুর মারাষ এলাকার মৃত আয়েজ উদ্দিনের ছেলে মোহাম্মদ আলম (৪০)।
নবাবগঞ্জ থানার মিডিয়া অফিসার বিভুতী ভূষণ রায় সময় নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, আসামিদের আদালতে পাঠানো হয়েছে। ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতারে পুলিশের এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
