জাতীয় ডেস্ক :
দিনাজপুরের ঘোড়াঘাটে ঝুলন্ত অবস্থায় হযরত আলী (৬৮) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ এপ্রিল) সকাল ১০টায় নিজ ঘর থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।
হযরত আলী ঘোড়াঘাট পৌর এলাকার নিতাইশা দক্ষিণ চককাঁঠাল গ্রামের বাসিন্দা। তিনি পেশায় মাছ ব্যবসায়ী।
ঘোড়াঘাট পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর শহীদ পারভেজ জানান, হযরত আলী একাই নিজ বাড়িতে বসবাস করে আসছিল। তার স্ত্রী সন্তান অন্য একটি বাড়িতে বসবাস করে। শনিবার সকাল ১০টায় স্থানীয় লোকজন জানালা দিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে তাকে খবর দেয়। পরে তিনি থানা পুলিশকে খবর দেন।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে পরিবারের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলেই বোঝা যাবে, এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা।
