রাজনীতি ডেস্ক:
দিনাজপুরকে বিএনপির তীর্থস্থান বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৬ সেপ্টেম্বর) রংপুর-দিনাজপুর তারুণ্যের রোডমার্চ শেষে দিনাজপুর ট্রাক স্টেশন ময়দানে তিনি এ মন্তব্য করেন।
বিএনপির মহাসচিব বলেন, দিনাজপুর আমাদের জন্য তীর্থস্থান। কেননা আমাদের নেত্রী খালেদা জিয়ার জন্মস্থান এই দিনাজপুর।
এ সময় নির্বাচন নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, ২০১৪ ও ১৮ এর মতো একতরফা পাতানো নির্বাচন আবার করতে চায় সরকার। তবে দেশের জনগণ এবার আর এই পাতানো নির্বাচন হতে দেবে না।
বিএনপি মহাসচিব আরও বলেন, গত কয়েক বছর ধরে একটি কথাই আমরা বলছি যে, এই সরকারের অধীনে কোনো নির্বাচন সম্ভব না। সমস্ত রাজনৈতিক দল আজ ঐক্যবদ্ধ হয়েছে। সবার কথা এই সরকারের অধীনে আর কেউ নির্বাচনে যাবে না।
তিনি আরও বলেন, আমানুল্লাহ্ আমান, টুকু, তারেক জিয়া ও তার স্ত্রী সবাইকে সাজা দেয়া হয়েছে। বিএনপির নেতাকর্মীকে নিম্ন আদালতে জামিন না দিয়ে রিমান্ডে পাঠানো হয়। ৪০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল।
বিশ্বের অন্যান্য দেশের তথ্য তুলে ধরে ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, আজ বিশ্বের বিভিন্ন দেশ থেকে বলছে গত দুটি নির্বাচন সুষ্ঠু হয়নি। সমস্ত পৃথিবী বলছে বাংলাদেশে গণতন্ত্র নাই, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।
এ সময় নির্বাচনের আগে মাঠ গোছাতে ইচ্ছেমতো ডিসি-এসপি বানানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।