হোম জাতীয় দিনাজপুর, আ.লীগের কাউন্সিল সোমবার, ৮ হাজার নেতাকর্মী সমাগমের প্রস্তুতি

জাতীয় ডেস্ক :

দীর্ঘ ১০ বছর পর সোমবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্ষমতাসীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের দিনাজপুর জেলা শাখার ত্রিবার্ষিক কাউন্সিল।

কাউন্সিলকে ঘিরে জেলার সর্বমহলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঐতিহাসিক গোর-এ- শহীদ ময়দানে করা হয়েছে বিশাল সভামঞ্চ। নেয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। কাউন্সিলে ৮ হাজার আসন ব্যবস্থা রাখা হয়েছে বলে জানা গেছে।

সম্মেলনের প্রস্তুতি দেখতে রোববার (২৭ নভেম্বর) দুপুরে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এবং আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজার এমপি সভামঞ্চ পরিদর্শন করেন।

দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী জানিয়েছেন, দিনাজপুর জেলা আওয়ামী লীগের কাউন্সিলে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় বহু নেতা উপস্থিত থাকবেন। কাউন্সিলে ৮ হাজার আসন ব্যবস্থা রাখা হয়েছে।

ঐতিহাসিক গোর-এ- শহীদ ময়দানে সম্মেলন শুরু হবে বেলা ১১ টায়। সম্মেলনের উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী শ্রী রমেশ চন্দ্র সেন এমপি । প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি। আরও থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি, প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী শাহজাহান খান এমপি, নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন