হোম খেলাধুলা দায়িত্ব পেয়ে আফ্রিদি রোমাঞ্চিত

স্পোর্টস ডেস্ক:

বাবর আজমের দায়িত্ব ছাড়ার পর পাকিস্তান টি-টোয়েন্টি দলের নেতৃত্বভার পেয়েছেন শাহিন শাহ আফ্রিদি। গুরুদায়িত্ব পেয়ে রোমাঞ্চিত এ পেসার। গৌরব ফিরিয়ে আনতে নিজের সেরাটা দেবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি।

বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের জের ধরে নেতৃত্ব ছেড়েছেন বাবর। তার দায়িত্ব ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যে নতুন অধিনায়কের নাম জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এখন থেকে টি-টোয়েন্টিতে শাহিন শাহ আফ্রিদি ও টেস্টে শান মাসুদ দলকে নেতৃত্ব দেবেন। টি-টোয়েন্টি ও টেস্টের অধিনায়ক ঠিক করলেও পাকিস্তান এখনও ওয়ানডে দলের অধিনায়কের নাম জানায়নি।

টি-টোয়েন্টি দলের দায়িত্ব পাওয়ার পর এক্সে একটি পোস্ট করেছেন শাহিন আফ্রিদি। সেখানে তিনি লিখেছেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেট দলের দায়িত্ব পেয়ে আমি সম্মানিত ও রোমাঞ্চিত। পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং ভক্তদের আস্থা ও সমর্থনের জন্য ধন্যবাদ।’

আফ্রিদি আরও লেখেন, ‘আমি দলের চেতনা ধরে রাখতে এবং ক্রিকেট মাঠে দেশের গৌরব ফিরিয়ে আনতে আমার সেরাটা দেব। ঐক্য, আস্থা ও নিরলস প্রচেষ্টার মধ্যেই আমাদের সাফল্য নিহিত। আমরা শুধু একটি দল নই; আমরা সবাই ভাই ভাই, একটি পরিবার। একসাথে, আমরা বেড়ে উঠি!’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন