হোম জাতীয় দালালের দৌরাত্ম্যে নাজেহাল পাবনা জেনারেল হাসপাতালের রোগীরা

জাতীয় ডেস্ক :

দালালের দৌরাত্ম্যে নাজেহাল পাবনা জেনারেল হাসপাতালের রোগীরা। হাসপাতালে ব্যবস্থা থাকলেও বাইরে বেশি খরচে বাধ্য করা হচ্ছে স্বাস্থ্য পরীক্ষায়।

এতে দিন দিন বাড়ছে রোগীদের ভোগান্তি। আর পর্যাপ্ত জনবল পেলেই সংকট সমাধান হবে বলে দায়সারা উত্তর কর্তৃপক্ষের।

শত শত রোগী চিকিৎসা নিতে এসেছেন সরকারি হাসপাতালে। অথচ নানা সংকটে চিকিৎসা নিতে এসে উল্টো ভোগান্তিতে রোগীরা।

রোগী ও স্বজনের অভিযোগ, হাসপাতালে যন্ত্র থাকলেও কোনো পরীক্ষা হচ্ছে না। পরীক্ষার কাগজ হাতে পাওয়ার পরই তা চলে যাচ্ছে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের দালালদের হাতে। চিকিৎসকদের ঠিকমতো না আসার অভিযোগ উঠেছে। এমনকি অপরিচ্ছন্ন পরিবেশে নষ্ট হচ্ছে চিকিৎসার পরিবেশ।

জনবল না থাকায় এ সংকট তৈরি হয়েছে জানিয়ে শিগগিরই সমাধানের আশ্বাস দিলেন পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. ওমর ফারুক মীর।

কর্তৃপক্ষের দেয়া তথ্যমতে, হাসপাতালের বহির্বিভাগ ও অন্তর্বিভাগে প্রতিদিন প্রায় এক হাজার মানুষ চিকিৎসা সেবা নেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন