হোম খেলাধুলা দারাজে বিনামূল্যে সরাসরি দেখা যাবে বিপিএল

খেলাধূলা ডেস্ক :

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর ম্যাচগুলো বিনামূল্যে সরাসরি দেখা যাবে দেখা যাবে দারাজ অ্যাপের মাধ্যমে।

সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন মার্কেটপ্লেস দারাজ।

ম্যাচ লাইভ সম্প্রচারের পাশাপাশি ক্রয়ের ওপর পুরো বিপিএল মৌসুমে গ্রাহকদের আকর্ষণীয় ডিল এবং ছাড় দেয়ার কথাও জানায় সংস্থাটি।

দারাজ জানায়, প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের সেরা অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়ে দারাজ বাংলাদেশে ক্রমাগত বিভিন্ন অনন্য উদ্যোগের বিকাশ অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায়, বাংলাদেশের ক্রিকেট অনুরাগীদের বিনামূল্যে বিপিএল ম্যাচগুলো উপভোগের সরাসরি সুযোগ করে দিতেই এই অনন্য উদ্যোগ নেয়া হয়েছে। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দর্শকরা মোবাইলে দারাজ অফিসিয়াল অ্যাপ ব্যবহার করে ম্যাচগুলো উপভোগ করতে পারবেন।

উল্লেখ্য, আগামীকাল শুক্রবার (৬ জানুয়ারী) থেকে শুরু হতে যাচ্ছে বিপিএলের নবম আসর। ৭ দলের অংশগ্রহণে এবারের আসর চলবে ১৬ ফেব্রুয়ারী পর্যন্ত। এবার ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

এর আগে গত ৬ ডিসেম্বর রাজধানীর ‘দ্য ওয়েস্টিন ঢাকায়’ সম্প্রচার স্বত্ত্ব অধিগ্রহণ বিষয়ক চুক্তি স্বাক্ষরিত হয়। এতে দারাজসহ বিসিবি, সিইএমএস গ্লোবাল এবং ডব্লিউএসটি কনসোর্টিয়ামের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২০১৪ সালে প্রতিষ্ঠিত দারাজ বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল ও মিয়ানমারসহ দক্ষিণ এশিয়ার শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। দারাজ বিশ্ব মানসম্পন্ন মার্কেটপ্লেস প্রযুক্তির মাধ্যমে ১ লাখের বেশি সেলারের ক্ষমতায়নে ভূমিকা রাখছে। পাশাপাশি বিক্রেতাদের এ অঞ্চলের দ্রুতবর্ধনশীল ৫০ কোটি গ্রাহকের সঙ্গে যুক্ত করতে কাজ করে যাচ্ছে দারাজ।

দারাজ এক্সপ্রেসের মাধ্যমে ব্র্যান্ডটি বাজারের সবচেয়ে কার্যকরী ও ডিজিটালাইজড লজিকটিকস অবকাঠামো পরিচালনা করছে। ২০৩০ সালের মধ্যে দক্ষিণ এশিয়ার ৫ কোটি ক্রেতা ও ব্যবসাকে সেবা প্রদানের লক্ষ্যে কাজ করছে দারাজ।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন