আন্তর্জাতিক ডেস্ক:
সিরিয়ার দক্ষিণাঞ্চলে একটি বাফার জোন দখল এবং রাতভর বিমান হামলার পর ইসরায়েলি সেনারা দামেস্ক থেকে মাত্র ১৬ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে বলে জানিয়েছে সিরীয় গোয়েন্দা সূত্র। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) সিরিয়ার সেনাবাহিনী ও বিমানঘাঁটিতে চালানো হামলায় ইসরায়েলি বাহিনী সিরীয় সামরিক স্থাপনা, হেলিকপ্টার, যুদ্ধবিমান এবং রিপাবলিকান গার্ডের অস্ত্রশস্ত্র ধ্বংস করেছে।
সিরীয়া সেনাবাহিনীর কর্মকর্তারা জানান, অন্তত ২০০ হামলায় প্রায় সব সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে।
ইসরায়েলি সেনারা দামেস্কের উপকণ্ঠ কাটানায় পৌঁছেছে বলে সিরিয়ার একটি নিরাপত্তা সূত্র জানায়। তবে ইসরায়েলি সামরিক বাহিনী এই বিষয়ে কোনও মন্তব্য করেনি।
ইসরায়েল দাবি করেছে, তাদের বাফার জোন দখল এবং সামরিক অভিযান কেবল আত্মরক্ষার জন্য। তবে মিসর, কাতার ও সৌদি আরব এই অভিযানকে আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি বলে নিন্দা জানিয়েছে। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই পদক্ষেপ সিরিয়ার স্থিতিশীলতার সম্ভাবনা ধ্বংস করবে।