বাণিজ্য ডেস্ক :
ছুটির দিনে রাজধানীর কাঁচাবাজারগুলোতে পেঁয়াজের দাম কমেছে। কেজিপ্রতি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৫ টাকা দরে। তবে বেগুনের দাম এখনো ১০০ টাকা আর শসা কেজি ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
রাজধানীর কাঁচাবাজারগুলো ঘুরে দেখা যায়, পেঁয়াজ, সজনে ডাঁটা ও সোনালি মুরগির দাম কমেছে। তবে অন্যান্য সবজির দামে তেমন একটি তারতম্য দেখা যায়নি। এ ছাড়াও বাজারে দাম বেড়েছে ইলিশ ও রুই মাছের।
শুক্রবার (৮ এপ্রিল) রাজধানীর বিভিন্ন বাজারে বেশির ভাগ খুচরা ব্যবসায়ী দেশি পেঁয়াজের কেজি বিক্রি করছেন ২৫ টাকা। কোনো কোনো ব্যবসায়ী ৩০ টাকা কেজিতেও পেঁয়াজ বিক্রি করছেন। পাইকারিতে পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ২০-২২ টাকা।
পেঁয়াজের দাম কমায় স্বস্তিতে রয়েছেন ক্রেতারা। উত্তর বাড্ডা কাঁচাবাজারে বাজার করতে এসেছিলেন সরকারি চাকরিজীবী হারুন-অর-রশিদ। তিনি জানান, মাসখানেক আগেও পেঁয়াজের কেজি ছিল ৬৫ টাকা। পরে কমে দাঁড়ায় ৫০ টাকায়। বর্তমানে পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকা কেজিতে। পাল্লা হিসেবে (৫ কেজিতে ১ পাল্লা) পেঁয়াজ কিনলে কেজিপ্রতি পেঁয়াজের দাম পড়ছে ২২-২৩ টাকা।
এ ছাড়াও কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, রোজার প্রভাবে গত সপ্তাহেই বেগুনের কেজি ১০০ টাকায় ওঠে। গত এক সপ্তাহে বেগুনের দামে তেমন পরিবর্তন আসেনি। ব্যবসায়ীরা প্রকারভেদে বেগুনের কেজি বিক্রি করছেন ৭০-১০০ টাকা। বেগুনের মতো চড়া দামে বিক্রি হচ্ছে শসা। এক কেজি শসা কিনতে ৬০-৮০ টাকা গুনতে হচ্ছে ক্রেতাদের। এর সঙ্গে চড়া দামে বিক্রি হচ্ছে অন্যান্য সবজিও।
পটোলের কেজি বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা, বরবটি ৬০-৭০ টাকা, ঢেঁড়স ৫০-৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। একটি লাউ বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা। লালশাকের আঁটি ১০-১৫ টাকা, পালংশাকের আঁটি বিক্রি হচ্ছে ১০-১৫ টাকা। এই সবজিগুলোর দাম সপ্তাহের ব্যবধানে অপরিবর্তিত রয়েছে।
এদিকে, কিছুদিন আগে ২০০ টাকা কেজি দরে বিক্রি হওয়া সজনে ডাঁটার দাম কমে ৮০ টাকায় নেমেছে। সামনে এ সবজির দাম আরও কমবে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা।
অন্যদিকে মাছবাজার ঘুরে দেখা গেছে, সপ্তাহের ব্যবধানে রুই ও ইলিশের দাম বেড়েছে। রুই মাছের কেজি বিক্রি হচ্ছে ৩০০-৪৫০ টাকা। এক সপ্তাহে আগে রুই মাছের কেজি ছিল ২৬০-৪৫০ টাকার মধ্যে। কিছুদিন আগে ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা কেজি বিক্রি হওয়া এক কেজি ওজনের ইলিশ এখন বিক্রি হচ্ছে ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৬০০ টাকায়। অন্যান্য মাছের দাম সপ্তাহের ব্যবধানে অপরিবর্তিত রয়েছে।
বাজারে মাছ কিনতে আসা একজন ক্রেতার সঙ্গে কথা বলে জানা যায়, বাজারে ইলিশের দাম অনেক। ইলিশ কেনার সাধ্য নেই। এ ছাড়া রুই মাছের কেজি ছিল আগে ২৫০ টাকা। সেটি এখন ৩০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
গরুর মাংস গত সপ্তাহের মতো ৬৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। তবে মহল্লার গলির কিছু ব্যবসায়ী গরুর মাংস ৭০০ টাকা কেজি বিক্রি করছেন। সপ্তাহের ব্যবধানে গরুর মাংসের দামে পরিবর্তন আসেনি। ফার্মের মুরগির ডিমও গত সপ্তাহের মতো ১১০-১১৫ টাকা ডজন বিক্রি হচ্ছে।