হোম অন্যান্যসারাদেশ দাকোপে স্বাস্থ্য সেবার অতন্দ্র প্রহরী ডাঃ মোঃ মোজাম্মেল হক নিজামী

দাকোপে স্বাস্থ্য সেবার অতন্দ্র প্রহরী ডাঃ মোঃ মোজাম্মেল হক নিজামী

কর্তৃক
০ মন্তব্য 122 ভিউজ

সৌরভ মন্ডল, দাকোপ :

প্রাণঘাতী করোনা ভাইরাস দ্বারা ছড়িয়ে পড়া অত্যন্ত সংক্রমণ রোগ কোভিড-১৯ বিশ্বব্যাপী মহামারি আকারে সংক্রমিত হওয়ার পর বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও ৮ মার্চ ২০২০ প্রথম রোগী সনাক্ত হয়। তখন থেকে বাংলাদেশের অনেক চিকিৎসকরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন। অনেকেই চিকিৎসা সেবা প্রদান থেকেই বিরত থাকেন।

দেশের এই অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় বিরল ও ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করছেন দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সুযোগ্য স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা জনাব ডাঃ মোঃ মোজাম্মেল হক নিজামী। তিনি দীর্ঘ দিন যাবৎ প্রত্যন্ত ও দূর্গম দাকোপ উপজেলার স্বাস্থ্য ব্যবস্থাকে একক প্রচেষ্টায় অনেকখানি আধুনিক এবং উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য দিনরাত নিরলস ভাবে প্ররিশ্রম করে যাচ্ছেন।

এ ব্যপারে জানতে চাইলে অত্র হাসপাতালের স্বাস্থ্য সহকারি এবং বাংলাদেশ স্বাস্থ্য সহকারি এসোসিয়েশন দাকোপ উপজেলা শাখার সভাপতি এস, এ কালাম বলেন, ২০০৪ সালে চাকুরীতে যোগদান করার পর থেকে স্যারকে দেখেছি একজন নিরলস, কঠোর পরিশ্রমী এবং রোগীর প্রতি অত্যন্ত আন্তরিক একজন সেবক হিসাবে।

দাকোপ স্বাস্থ্য কমপ্লেক্সেসব সময় চিকিৎসক সংকট ছিল। সব সময় দুই চার জন নতুন চিকিৎসকদের যাওয়া আসার মধ্যে মোজাম্মেল স্যার এবং মহিলা বিশেষজ্ঞ ডাঃ সন্তোষ বাবু স্যার কে দাকোপ সহ আশপাশের অন্যান্য আরও কয়েকটি উপজেলার হাজার হাজার রোগীর দিনরাত চিকিৎসা সেবা প্রদান করতে দেখেছি।

করোনা ভাইরাসের মহামারিতে অনেক চিকিৎসক বিভিন্ন অযুহাতে হাত গুটিয়ে বসে আছেন। সেখানে আমাদের UH and FPO মহোদয় ডাঃ মোঃ মোজাম্মেল হক নিজামী স্যার অনেক প্রতিবন্ধকতার মধ্যে সীমিত সুযোগ সুবিধা নিয়েএকজন দক্ষ সেনাপতির মত অদম্য সাহসিকতার সাথে করোনা ভাইরাস প্রতিরোধ যুদ্ধে ঝাপিয়ে পড়েছেন। হাসপাতালে আগত সব ধরনের রোগীদের কোন রকম ইতস্তত ছাড়াই দিন রাত সেবা প্রদান করে যাচ্ছেন।

উক্ত এসোসিয়েশনের সাঃ সম্পাদক স্বাস্থ্য সহকারি নৃপেন্দ্রনাথ রায় বলেন, স্যারের দক্ষ পরিচালনায় এবং সুন্দর দিক নির্দেশনায় করোনা ভাইরাসের মহামারির ভয়াবহ আতংকের মধ্যে দাকোপের মাঠ পর্যায়ের নিয়মিত টিকাদান কর্মসূচী (EPI) ও অন্যান্য কার্যক্রম অনেক প্রতিবন্ধকতার মধ্যেও অত্যন্ত সুন্দর ভাবে পরিচালিত হচ্ছে। স্বাস্থ্য সহকারি মোঃ কোরবান বলেন, স্যারের দিক নির্দেশনায় কমিউনিটি ক্লিনিকের সেবাকার্যক্রম, হোম করেন্টাইন নিশ্চিতকরনে সহায়তা প্রদান, সম্ভব্য covid19 রোগীদের চিহ্নিতকরন, তালিকা প্রনয়ন ও প্রেরন সহ অন্যান্য কার্যক্রম সুন্দর ভাবে পরিচালিত হচ্ছে।

হাসপাতালের নিয়মিত টিকাদান কর্মী শান্তনু গাইন বলেন, ডাঃ মোজাম্মেল হক নিজামী স্যার UH & FPO হিসাবে দায়িত্ব গ্রহণের পর হাসপাতালের ইনডোর অনেক উন্নত হয়েছে। ডিজিটাল হাজিরা বাংলাদেশে প্রথম হয়েছে। হাসপাতালের পুষ্টি কর্নার প্রতিষ্ঠিত হয়েছে এবং এখানে শিশু ও কিশোর কিশোরীদের সেবার মান জাতীয়ভাবে প্রশংসিত হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন