হোম অন্যান্যসারাদেশ দাকোপ উপজেলায় করোনা প্রভাবে বিপদে আছে শত শত গরীব অসহায় পরিবার

দাকোপ উপজেলায় করোনা প্রভাবে বিপদে আছে শত শত গরীব অসহায় পরিবার

কর্তৃক
০ মন্তব্য 167 ভিউজ

সৌরভ মন্ডল,দাকোপ :

খুলনা জেলার দাকোপ উপজেলায় এখনো কোনো অনুদান বা উপহার পায়নি এমন অনেক পরিবারের সন্ধান পাওয়া গেছে উপজেলার পানখালি ইউনিয়নের ৭নং ওয়ার্ডে।

কর্মহীন ভাবে ঘরে বসে থেকে বেশ খারপ সময়ের মধ্যে দিয়ে দিন কাটছে খেটে খাওয়া অসহায় মানুষগুলো না পরছে কাউকে মনের বেদনাগুলো বোঝাতে না পারছে সরকারে নির্দেশ অমান্য করে অর্থ উপার্যনে যেতে এ দিকে বেঁচে থাকার ইচ্ছা সবারই আছে। এছাড়া বিভিন্ন অঞ্চলের দোকানদার দের ও একই অবস্থা পারছেনা তারা তাদের ব্যাবসা পরচালনা করতে না পাচ্ছে ও না তারা কোন অনুদান সংসার চালানো নিয়ে আছে বিপকে।

সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে তবুও নজরের বাইরে থেকে যাচ্ছে অনেক অসহয় পরিবার এদের মধ্যে কিছু পরিবার জীবনের ঝুঁকি নিয়ে এখনো করে যাচ্ছে দিনমজুরের কাজ তাদের অভিযোগ তারা দেশে লকডাউন ঘোষণার পর থেকে কোনো প্রকার সহয়তা অনুদান বা উপহার পায়নি তারা।

পানখালি ইউনিয়নের খাটাইল গ্রামের এক ইলেট্রনিক্স দোকানদার সুবীর মিস্ত্রি এবং আরো অনেকে বলনে, বিপদের মধ্যে দিয়ে দিন যাচ্ছে তুবুও পায়নি তাদের পরিবার কোন ত্রান সামগ্রী বা অনুদান, পারছেনা দোকান খুলতে দিন দিন আর্থিক সহ খাদ্য সংকটে পড়ছে খোনা খাটাইল বাজারের অনেক ব্যবসায়ি দেখছে না কেউ, নেই কোনো পদক্ষেপ স্থানীয় প্রসাশনের এবং জনপ্রতিনিধিদের সহযোগিতা চায় এলাকার হতদরিদ্র পরিবার গুলো।

এ দিকে স্থানীয় জনপ্রতিনিধিরা তাদের বক্তব্যে জানায় অসহয় গরীব পরিবারের মাঝে এান কর্মসূচি অব্যাহত রেখেছেন দেরিতে হলে ও সাহায্য পাবে সকল পরিবার।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন