নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা সদরের দহাকুলায় তুচ্ছ ঘটনায় বিষ প্রয়োগ করে মাছ হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, পুরাতন সাতক্ষীরা দক্ষিণপাড়া গ্রামের মৃত. আওরঙ্গবেজের পুত্র আব্দুর ওহাব। লিখিত অভিযোগে তিনি বলেন, আমি দহাকুলা গ্রামের মৃত. ফাজেল সরদারের পুত্র শওকত আলী ও ইনসাফ আলীর কাছ থেকে ৫ বিঘা জমি তিন বছর মেয়াদে ডিড নিয়ে ধান এবং মৎস্য চাষ করে আসছিলাম।
সম্প্রতি তাদের সাথে আমার মনোমালিন্য হওয়ায় গত ২৪ এপ্রিল‘২১ তারিখে সকাল ৮টায় ভাড়াটিয়া লোকজন নিয়ে ঐ সম্পত্তিতে আমার চাষাবাদ করা লাগানো ধান উঠাতে থাকে। আমি বাধা দিতে গেলে দুই ভাই শওকত আলী ও একাধিক মামলার আসামী ইনসাফ আলী আমাদের খুন জখমসহ বিভিন্ন হুমকি প্রদর্শণ করে। এঘটনায় আমি নিরুপায় হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি। অভিযোগ দায়েরর খবর পেয়ে শওকত আলী ও ইনসাফ আলী আরো ক্ষিপ্ত হয়ে আমার ক্ষতি করার ষড়যন্ত্র শুরু করে।
এঘটনায় আমি ইতোপূর্বে সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডায়েরিও করেছি। এক পর্যায়ে গত ২৮ এপ্রিল‘২১ তারিখে রাতের কোন এক সময় শওকত আলী ও ইনসাফ আলী আমার মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে। উক্ত বিষের কারণে ঘেরের গলদাসহ বিভিন্ন প্রজাতির প্রায় ২লক্ষাধিক টাকার মাছ মারা যায়। এবিষয়ে সাতক্ষীরা সদর থানা পুলিশ কে অবগত করানো হয়েছে। তারা আমার ঘেরেরে মাছ হত্যা করে আমাকে পথে বসানো ষড়যন্ত্র করেছে।
এ ব্যাপারে তিনি শওকত আলী ও একাধিক মামলার আসামী ইনসাফ আলীর কর্তৃক মাছ মারার ঘটনায় দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।