খেলাধূলা ডেস্ক :
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ব্যর্থতার পর এবার বাংলাদেশের মিশন অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ। পুরো দল এবার প্রস্তুত অস্ট্রেলিয়ায় উড়াল দেয়ার জন্য। তবে সবার আগে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেবেন দলের অধিনায়ক সাকিব আল হাসান। এসময় সাকিবের সফরসঙ্গী হিসেবে থাকবেন বিসিবির সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।
বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজে সবকটি ম্যাচ হেরেছে সাকিবের দল। শেষ ম্যাচের রোমাঞ্চ তৈরি করেও জিততে পারেনি বাংলাদেশ। ফাইনালে না ওঠায় আগে ভাগেই নিউজিল্যান্ড ছেড়ে অস্ট্রেলিয়ায় যাচ্ছে বাংলাদেশ দল। তবে বাংলাদেশ দল শনিবার (১৫ অক্টোবর) অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দিলেও সাকিব রওনা দেবেন শুক্রবার (১৪ অক্টোবর)।
রাবিদ ইমাম জানিয়েছেন, পুরো দল শনিবার অস্ট্রেলিয়া গেলেও অধিনায়ক সাকিব একদিন আগেই অস্ট্রেলিয়ার উদ্দেশে যাত্রা করবেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অধিনায়কদের অফিসিয়াল ফটোসেশন ও এক অনুষ্ঠানের জন্য অধিনায়ক সাকিবকে একদিন আগেই মেলবোর্ন যেতে হচ্ছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে অবশ্য দুটি ম্যাচ রয়েছে বাংলাদেশ দলের। দুটিই বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ। যার প্রথমটিতে আফগানিস্তানের বিপক্ষে ১৭ অক্টোবর মাঠে নামবে বাংলাদেশ। এরপর শেষ ম্যাচে ১৯ তারিখ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়বে সাকিব আল হাসানের দল। বিশ্বকাপের মূল লড়াইয়ে ২৪ অক্টোবর নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল।