হোম জাতীয় দখলদারের নিয়ন্ত্রণে রাজশাহী নগরীর বেশির ভাগ ফুটপাত

জাতীয় ডেস্ক :

দখলদারের নিয়ন্ত্রণে রাজশাহী নগরীর বেশির ভাগ ফুটপাত। অবাধে চলছে অস্থায়ী দোকানপাট। এতে চরম ভোগান্তিতে পথচারীরা। তবে শিগগিরই উচ্ছেদের আশ্বাস দিয়েছে প্রশাসন।

পরিচ্ছন্ন নগরী হিসেবে রাজশাহীর খ্যাতি রয়েছে দেশজুড়ে। এবার সিটি করপোরেশনের থলেতে যুক্ত হয়েছে শ্রেষ্ঠ পরিবেশ পদকও।

কয়েক বছর ধরে নগরায়নের ফলে প্রশস্ত ও চার লেন হয়েছে অনেক রাস্তা। সেই সঙ্গে নগরবাসীর হাঁটা চলাচলের সুবিধার্থে তৈরি হয়েছে ফুটপাত।

সরেজমিন দেখা যায়, শিরোইল বাস টার্মিনাল, সাহেব বাজার, শালবাগান, নিউ মার্কেট, কোট বাজার ও ভদ্রাসহ বিভিন্ন এলাকার ফুটপাত দখল করে অস্থায়ী দোকানপাট গড়ে তুলেছেন দখলদাররা। এতে পথচারীরা পড়েছেন বিপাকে। তবে এ নিয়ে প্রশ্ন করলে নানা অজুহাত দেখান অবৈধ দখলদাররা।

অচিরেই এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক।

সিটি করপোরেশনের পক্ষ থেকে মাঝেমধ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের উচ্ছেদ করা হলেও আবারও ফুটপাত দখলে নিচ্ছেন তারা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন