হোম জাতীয় দক্ষিণখানে নির্মাণাধীন ভবন থেকে পড়ে প্রাণ গেল শ্রমিকের

জাতীয় ডেস্ক:

রাজধানীর দক্ষিণখান আশকোনায় নির্মাণাধীন একটি ভবন থেকে নিচে পড়ে সবুজ (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি রাজমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করতেন।

সোমবার (১২ জুন) দুপুর ২টার দিকে আশকোনা আমতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক বিকেল ৫টায় সবুজকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে যাওয়া আকাশ এন্টারপ্রাইজের ম্যানেজার জহিরুল ইসলাম জানান, সবুজের বাড়ি কুড়িগ্রামের কচাকাটা থানা এলাকায়। নির্মাণাধীন ১০তলা ভবনটিতে প্রায় দেড় মাস ধরে কাজ করছিল সে।

জহিরুল আরও জানান, দুপুরে খাবার খেয়ে নবম তলায় জানালার পাশে বসে ফোন ব্যবহার করছিল সবুজ। সেখান থেকে নিচে পড়ে যায় সে। দেখতে পেয়ে উদ্ধার করে সঙ্গে সঙ্গে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন