স্পোর্টস ডেস্ক:
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। ইস্ট লন্ডনের বাফেলো পার্কে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ট।
শনিবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসে প্রোটিয়াদের বিপক্ষে জয়ের সন্ধানে নেমেছে বাংলাদেশের মেয়েরা। দিবারাত্রির এই ম্যাচে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করেছে টাইগ্রেসরা। চার ওভারে কোনো উইকেট না হারিয়ে ২৩ রান তুলেছে শামিমা সুলতানা ও ফারজানা হকের জুটি।
দক্ষিণ আফ্রিকার মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জয় দিয়ে শুরু করার পর ১-১ সমতায় সিরিজ শেষ করে বাংলাদেশ। তবে দক্ষিণ আফ্রিকার মাটিতে টি-টোয়েন্টি জয়টি ওয়ানডে সিরিজে টাইগ্রেসদের আত্মবিশ্বাস যোগাচ্ছে।
বাংলাদেশের সমর্থকদের জন্য অবশ্য দুঃসংবাদ হচ্ছে কোনো টিভি চ্যানেল ম্যাচটি সম্প্রচার করছে না। তবে চাইলেই টফিতে ফ্রিতে উপভোগ করা যাবে ম্যাচটি। ডিজিটাল এই প্ল্যাটফর্মটির অ্যাপস কিংবা ওয়েব ভার্সনে দেখা যাবে লাইভ ম্যাচ।
সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি মাঠে গড়াবে ২০ ডিসেম্বর। এ ম্যাচটি অনুষ্ঠিত হবে পচেফস্ট্রোমের সেনেস পার্কে। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি বেনোনের উইলোমোরে পার্কে ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
এ সিরিজটি আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ।
বাংলাদেশ একাদশ: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মুরশিদা খাতুন,রিতু মণি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, শামিমা সুলতানা, ফারজানা হক পিংকি, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন ও মারুফা আক্তার।
দক্ষিণ আফ্রিকা একাদশ: তাজমিন ব্রিটস, লরা উলভার্ট (অধিনায়ক), অ্যানিকে বখ, সুনে লুস, ডেলমি টাকার, নাদিনে দে ক্লার্ক, এলিজ-ম্যারি মার্ক্স, নঙ্কুলুলেকো ম্লাবা, সিনালো জাফটা (উইকেটরক্ষক), আয়াবোঙ্গা খাকা ও মাসাবাতা ক্লাস।