হোম খেলাধুলা দক্ষিণ আফ্রিকা সফরের প্রস্তুতি বগুড়ায় সারবেন মুমিনুলরা

খেলা ডেস্ক :

দক্ষিণ আফ্রিকা সফরের ভালো প্রস্তুতির লক্ষ্যে দেশেই সবুজ-বাউন্সি উইকেটে অনুশীলন ক্যাম্প করতে চায় মুমিনুলরা। সেক্ষেত্রে বগুড়ার উইকেটই হবে সবচেয়ে কার্যকর।

সেন্টার উইকেট-প্র্যাকটিস উইকেট থেকে শুরু করে ইনডোর-ড্রেসিংরুম, বুধবার (২৬ জানুয়ারি) সবকিছু পর্যবেক্ষণ শেষে এমনটাই জানিয়েছেন বিসিবি কর্মকর্তারা। সব ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে বগুড়ায় ক্যাম্প করবেন বাংলাদেশ টেস্ট ফরম্যাটের ক্রিকেটাররা।

সমুদ্র পাড়ি দিয়ে বাইশগজের লড়াইয়ে নেমে সুইং আর বাউন্সের সামনে অসহায় আত্মসমর্পণ। আটলান্টিক পাড়ের আফ্রিকা থেকে প্রবাল সাগর পাড়ের অস্ট্রেলিয়া; একের পর এক ক্রিকেটীয় দুঃখগাঁথা লেখা হয়েছে লাল-সবুজ কালিতে।

তবে তাসমান পাড়ে তরতাজা স্মৃতিটা উস্কে দিতে চায় ছাই চাপা আগুন। ধ্রুপদী ফরম্যাটে হোমগ্রাউন্ডে কিউইদের ধরাশায়ী করা তো আর চাট্টিখানি কথা নয়। এবার প্রোটিয়াদেরও তেমন একটা দুঃস্বপ্ন দিয়ে আসতে চায় বাংলার বাঘেরা।

সাদা পোশাকে আরও একটা রঙিন গল্প লিখতে প্রস্তুতি নিতে হবে সবুজ উইকেটে। বাংলার ক্রিকেট পাড়ায় যে রকম উইকেটের হাহাকার; ঠিক তেমন উইকেট অবহেলায় পড়ে আছে বগুড়ায়। বিসিবি কর্তারা তাই হাজির পর্যবেক্ষণে। উত্তম প্রস্তুতির জন্য শহীদ চান্দু স্টেডিয়ামই পছন্দের তালিকায় শীর্ষে।

বিসিবির গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিসট মানেজার আব্দুল বাতেন বলেন, বগুড়ার উইকেট নিয়ে কোনো সন্দেহ নেই। এখানকার উইকেট খুবই ভালো। বাউন্সি আছে। এখানে প্রস্তুতি নিলে দক্ষিণ আফ্রিকার মতো বাউন্সি উইকেটে সুবিধা পাবে খেলোয়াড়রা।

মূল মাঠ নিয়ে সন্তুষ্ট। তবে অন্যান্য সুযোগ-সুবিধায় ঘাটতি দৃশ্যমান। ইনডোরে জরাজীর্ণ নেট। লাইটগুলোও অকেজো। ড্রেসিংরুমের সংষ্কারও জরুরি। বগুড়ার এই শহীদ চান্দু স্টেডিয়ামের বাউন্সি উইকেটে প্রস্তুতি সেরেই যুবাদের বিশ্বকাপ ধরা দিয়েছিল বাঘ শাবকদের হাতে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন