হোম আন্তর্জাতিক দক্ষিণ আফ্রিকা: ফের ক্ষমতাসীন দলের নেতা হলেন রামাফোসা

আন্তর্জাতিক ডেস্ক :

দক্ষিণ আফ্রিকার শাসক দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) দলীয় নেতৃত্বের প্রতিযোগিতায় পুনঃনির্বাচিত হয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।

সোমবার (১৯ ডিসেম্বর) এএনসি কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদমাধ্যম গালফ নিউজ জানায়, দক্ষিণ আফ্রিকার বৃহত্তম শহর জোহানেসবার্গে অনুষ্ঠিত পাঁচদিনের এক সমাবেশে রামাফোসা এএনসির নেতা হিসাবে দ্বিতীয় দফায় পাঁচ বছর মেয়াদে পুনঃনির্বাচিত হয়েছেন।

দলের সদস্যদের কাছ থেকে বিপুল সমর্থন পেয়েছেন রামাফোসা। তাকে দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ হিসেবেও দেখা হয়।

এর আগে রামাফোসার পুনঃনির্বাচনের প্রচারাভিযান বাধাগ্রস্ত হয়েছিল ‘ফার্মগেট’ কেলেঙ্কারির কারণে। গেল জুন মাসে আফ্রিকান প্রেসিডেন্টের ব্যক্তিগত একটি ফার্ম থেকে লুকিয়ে রাখা অবস্থায় বিপুল বৈদেশিক মুদ্রা পাওয়া যায়।

যদিও কোনো ‘অন্যায় কাজের’ সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন সিরিল রামাফোসা। কেলেঙ্কারির বিষয়েও কিছু জানেন না বলে দাবি তার। তবে তিনি কীভাবে এই অর্থ অর্জন করেছেন এবং তা ঘোষণা করেছিলেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন