হোম ফিচার থাপ্পড় বিতর্কে যা লিখলেন স্মিথ

বিনোদন ডেস্ক :

শোবিজ জগতের সবচেয়ে সম্মান জনক পুরস্কার হচ্ছে অস্কার। ৯৪তম অস্কারের আসর বসেছিল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে। আর এবারের অস্কারের মঞ্চে তুলকালাম কাণ্ড ঘটিয়েছিলেন অভিনেতা উইল স্মিথ।

হলিউড তারকা উইল স্মিথের স্ত্রী জাডা স্মিথকে নিয়ে অস্কারের উপস্থাপক ক্রিস রক রসিকতা ঠাট্টায় মজেছিল। এক পর্যায়ে মঞ্চে উঠে গিয়ে সঞ্চালক তথা কমেডিয়ান ক্রিস রককে কষে থাপ্পড় মারেন স্মিথ।

অভিনেতা স্মিথ তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, ‘আমি প্রকাশ্যে আপনার কাছে ক্ষমা চাইছি ক্রিস। আমি সীমা অতিক্রম করে গিয়েছিলাম এবং আমি ভুল করেছি। আমার কর্মকাণ্ডের জন্য আমি লজ্জিত। আমি যে ধরনের মানুষ হতে চাই, এটা তার পরিচয় নয়।’ সেই সঙ্গে যোগ করেছেন যে, ‘হিংসা মাত্রই ক্ষতিকারক এবং ধ্বংসাত্মক। গত রাতের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে আমার আচরণ গ্রহণযোগ্য ছিল না, ক্ষমাহীন অপরাধ করেছি। কৌতুক আমাদের পেশার অংশ। কিন্তু জাডার শারীরিক অবস্থা নিয়ে মজা করা আমার পক্ষে সহ্য কঠিন ছিল এবং আমি আবেগপ্রবণ হয়ে প্রতিক্রিয়া জানিয়েছিলাম, যা ঠিক হয়নি।’

স্মিথ আরও লিখছেন, ‘আমার এই ব্যবহার বিশ্ব জুড়ে যারা দেখেছেন, তাদের কাছে ক্ষমা চাইছি। ক্ষমাপ্রার্থী অ্যাকাডেমি, অনুষ্ঠানের প্রযোজক এবং সব অংশগ্রহণকারীর কাছে। উইলিয়ামস পরিবার এবং কিং রিচার্ড পরিবারের কাছেও অপরাধ কবুল করছি। অস্কারের আলোকজ্জ্বল মঞ্চে আমার এ হেন আচরণ একটি দাগ ফেলে গিয়েছে। যা ক্ষমাহীন অপরাধ।’

এবারের অস্কারে ‘কিং রিচার্ড’ সিনেমার জন্য সেরা অভিনেতার শিরোপা জিতে নেন স্মিথ। পুরস্কার নিতে যেয়ে কেঁদে ফেলেন স্মিথ। সেই সঙ্গে স্মিথ তার কৃতকার্যের জন্য দুঃখ প্রকাশ করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন