হোম ঢাকাশরীয়তপুর থানার ভেতর মিললো ওসির ঝুলন্ত মরদেহ

থানার ভেতর মিললো ওসির ঝুলন্ত মরদেহ

কর্তৃক Editor
০ মন্তব্য 19 ভিউজ

অনলাইন ডেস্ক:
শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার থানার ভিতরের দোতলার শয়ন কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।

ওসি আল আমিন জাজিরা থানার দ্বিতীয় তলায় একটি কক্ষে থাকতেন। তিনি ওই কক্ষের ভেতর থেকে দরজা লাগিয়ে জানালার গ্রিলের সঙ্গে গলায় গামছা বেঁধে আত্মহত্যা করেন বলে নিশ্চিত করেন শরীয়তপুর পুলিশ সুপার নজরুল ইসলাম।

আল আমিন ২০২৪ সালের ২৪ অক্টোবর জাজিরা থানায় যোগদান করেন। তার গ্রামের বাড়ি বরিশাল জেলার মুলাদী উপজেলায়।

শরীয়তপুর পুলিশ হাসপাতালের চিকিৎসক ডা. মনিরুল ইসলাম বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি যে সে থানার দোতলায় শয়ন কক্ষে আত্মহত্যা করেছেন। লাশটি এখনো যেখানে ঝুলানো ছিল সেখানেই ঝুলানো আছে। ময়নাতদন্তের পরে বাকিটা নিশ্চিত হওয়া যাবে।

শরীয়তপুর জেলার প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল জাজিরা থানায় উপস্থিত আছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন