জাতীয় ডেস্ক:
প্রশাসনের তিন সচিবকে বদলি করেছে সরকার। এ ছাড়া একজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে।
সোমবার (৫ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ শামছুল আরেফীন স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারির মাধ্যমে বদলির বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী এনামুল হাসানকে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক (ডিজি), বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দারকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. হাসানুজ্জামানকে (কল্লোল) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিব পদে বদলি করা হলো।
এ ছাড়া পদোন্নতি পেয়ে সচিব হয়েছেন অর্থ বিভাগের অতিরিক্ত সচিব নাজমা মোবারেক। পদোন্নতির পর তাকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব দেয়া হয়েছে।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
