জাতীয় ডেস্ক :
ফেনীর দাগনভূঞার মাদক মামলায় তিন বছরের সাজা ভোগের ভয়ে পালিয়ে থেকে ১৯ বছর পর পুলিশের হাতে গ্রেফতার হয়েছে এক মাদক ব্যবসায়ী।
বৃহস্পতিবার (০৪ নভেম্বর) ভোরে তাকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, ফেনীর দাগনভূঞা উপজেলার দক্ষিণ জগতপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মো. মাঈন উদ্দিন মাদক ব্যবসায়ী। ২০০২ সালে চট্টগ্রামের পাঁচলাইশ থানার একটি মাদক মামলায় আদালত তাকে তিন বছরের কারাদণ্ডের আদেশ দেয়। এ আদেশের পর থেকে তিনি আত্মগোপনে থাকে। মাঈন উদ্দিন চট্টগ্রামের কোতোয়ালি থানার আইচ ফ্যাক্টরি রোডের রেলওয়ে বস্তিতে বসবাস করছে। এমন খবরের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসান ইমাম জানান, দুপুরে আদালতের মাধ্যমে তাকে ফেনী জেলা কারাগারে পাঠানো হয়েছে। পরবর্তীতে চট্টগ্রাম কারাগারে পাঠানো হবে।
