জাতীয় ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় তিতাস নদীতে নৌকার মধ্যে উচ্চস্বরে গানবাজনা করার দায়ে পৃথক ৩ডিজে পার্টিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (০৪ জুলাই) সন্ধ্যায় এ জরিমানা করেন নবীনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদা জাহান।
নবীনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদা জাহান বলেন, ‘নবীনগরের তিতাস নদীসহ আশপাশের বিলে ইঞ্জিনচালিত ট্রলারে উচ্চস্বরে সাউন্ড সিস্টেম ব্যবহার করে ঝুঁকিপূর্ণ যাত্রী বহন ও শব্দদূষণ করার দায়ে ৩টি ইঞ্জিনচালিত ট্রলারকে পাঁচ হাজার টাকা করে ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। সেই সঙ্গে সাউন্ড বক্স আটক করা হয়েছে। এছাড়া অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের দায়ে একটি স্পিডবোর্ডকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নদীতে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।