খেলাধূলা ডেস্ক :
বরুশিয়া ডর্টমুন্ডে যে হেভিমেটাল ফুটবল শুরু করেছিলেন, লিভারপুলে এসেও সেই দর্শনে অটুট থেকেছেন ইয়ুর্গেন ক্লপ। লিভারপুলকে ৩০ বছর পর জিতিয়েছেন প্রিমিয়ার লিগ শিরোপা। জিতিয়েছেন চ্যাম্পিয়ন্স লিগও। তবে, চলতি মৌসুমে লিভারপুল বাজে পারফর্ম করায় চাকরি হারানোর শঙ্কায় অলরেডদের এ জার্মান কোচ।
ইয়ুর্গেন ক্লপের ম্যাজিক কি তবে শেষ? – এই মৌসুমে লিভারপুলের পারফরম্যান্স এতটাই বাজে যে, উঠে গেছে এমন প্রশ্ন। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ তিন ম্যাচে জয়হীন প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগে গত মৌসুমে রানার্সআপ হাওয়া অলরেডরা। লিগে ব্রেন্টফোর্ডের পর ব্রাইটনের বিপক্ষেও ৩ গোল খেয়েছে লিভারপুল। মাঝখানে বাজে সময় কাটানো উলভারহ্যাম্পটনের বিপক্ষে ড্র করেছে এফএ কাপের ম্যাচে।
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে হেরে সমর্থকদের এই মৌসুমে ফাইনালের ভেন্যু ইস্তাম্বুলের টিকেট কেটে রাখতে বলেছিলেন ক্লপ। তবে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ তো দূরে থাকা ইউরোপা লিগেও খেলার সুযোগ পাওয়া দুরূহ হয়ে গেছে অলরেডদের জন্য। ১৮ ম্যাচ শেসে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের নয় নম্বরে আছে ক্লপের দল।
বাজে সময় কাটানো লিভারপুলের কোচ শেষ ম্যাচে ব্রাইটনের কাছে ৩-০ গোলে হারার পর সমর্থকদের কাছে হাতজোড় করে ক্ষমা চেয়েছেন। তবে কেউ জোরাজুরি না করলে ক্লাব ছাড়ছেন না বলেও জানিয়ে দিয়েছেন। ৫৫ বছর বয়সী ক্লপ বলেন, ‘হয় দল ব্যবস্থাপনায় বদল আনতে হবে, নয়তো অনেক কিছু পরিবর্তন করতে হবে। যত দূর জানি, আমি চলে যাচ্ছি না, যদি না কেউ আমাকে এ ব্যাপারে কিছু না বলে।’
বাজে সময় পার করা কোচ আপাতত অতীত ভুলে সামনের ম্যাচগুলোর দিকে তাকাতে চান। তিনি বলেন, ‘এখন আমাদের ভালো ফুটবল খেলতে হবে। কোচের দায়িত্ব ছাড়ার আগে আমি যথেষ্ট সময় পাব। আমি চলে গেলে অন্য স্টাফদেরও বদলানোর প্রসঙ্গ আসবে। এটা ভবিষ্যতে হতেই পারে। গ্রীষ্মকালীন দলবদলে বা অন্য কোনো সময়।’
গত মৌসুমের শেষে ক্লাব ছেড়েছেন সাদিও মানে। মৌসুমের শুরু থেকেই ইনজুরিতে জেরবার লিভারপুল। নিজেকে হারিয়ে খুঁজছেন মোহামেদ সালাহ। তাই বাজে পারফরম্যান্সের পর অনেকেই ক্লপকে পরামর্শ দিয়েছিলেন দলে বড় তারকা ভেড়ানোর। তবে বিশ্বকাপের পর কোডি গাকপোকে দলে ভেড়ানো আর র্যাপিড ভিয়েনায় ধারে থাকা বিলি কুমেতিওকে ফেরানো ছাড়া জানুয়ারিতে আর কোন খেলোয়াড় কিনবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন ক্লপ। অলরেডদের লক্ষ্য আপাতত সামনের মৌসুমে বরুশিয়া ডর্টমুন্ড থেকে জ্যুড বেলিংহ্যামকে দলে ভেড়ানো।
এদিকে এই মৌসুম শেষে লিভারপুলের সঙ্গে চুক্তির মেয়াদ ফুরবে রবার্তো ফিরমিনো, জেমস মিলনার, নাবি কেইতা ও অ্যালেক্স অক্সলেড-চেম্বারলেইনের।
২০১৫ সালে লিভারপুলের কোচের দায়িত্ব নেন ক্লপ। তার সময়কালে প্রিমিয়ার লিগে লিভারপুলের ৩০ বছরের শিরোপাখরা দূর হয়। এছাড়া দলকে তিনবার তুলেছেন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। যার দুবার রিয়াল মাদ্রিদের কাছে হেরে শিরোপাস্বপ্ন ভঙ্গ হলেও ২০১৯ সালে ২০০৫ সালের পর প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় তারা। ২০২৬ সালের ৩০ জুন ক্লপের সঙ্গে চুক্তির মেয়াদ ফুরোবে ক্লপের।
