হোম আন্তর্জাতিক তালেবানের দখলে ৭ম প্রাদেশিক রাজধানী

আন্তর্জাতিক ডেস্ক :

আফগানিস্তানে ৭ম প্রাদেশিক রাজধানী দখলে নিয়েছে তালেবান। মঙ্গলবার (১০ আগস্ট) ফারাহ প্রদেশের রাজধানীর নিয়ন্ত্রণ নিয়ে নেয় বিদ্রোহী সংগঠনটি। প্রদেশটির রাজধানীর নামও ফারাহ।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো এই খবরের সত্যতা নিশ্চিত করেছে। আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের ঘোষণার এক সাপ্তাহের মধ্যেই দেশটির উত্তরাঞ্চলের অনেক গুরুত্বপূর্ণ স্থানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করল তালেবান।

আফগান সংবাদমাধ্যম টোলো নিউজ টুইটারে লিখেছে, ‘আজকের সংঘর্ষের পর ফারাহ প্রদেশের রাজধানী ফারাহ শহরের সিংহভাগ দখল করে নিয়েছে তালেবান। প্রাদেশিক গভর্নরের বাসভবন ও পুলিশের প্রধান কার্যালয় এখন তাদের নিয়ন্ত্রণে।’

আগের দিনই (৯ আগস্ট) ৬টি প্রাদেশিক রাজধানী নিজেদের দখলে নেওয়ার ঘোষণা দিয়েছিল তালেবান। এর আগে এক দিনেই ৩টি প্রদেশ সরকারি বাহিনীর হাতছাড়া হয়। এর মধ্যেই বিভিন্ন শহরে নিরাপত্তা বাহিনী ও তালেবানের মধ্যে ব্যাপক সংঘর্ষ অব্যাহত আছে। এতে স্থানীয় নাগরিকরাও আফগান বাহিনীকে সহযোগিতা করছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

এদিকে ভারত নিজ নাগরিকদের দ্রুত আফগানিস্তান ছাড়তে পরামর্শ দিয়েছে। দেশটিতে আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ার আগেই নাগরিকদের ফিরিয়ে আনতে চায় ভারত।

এর আগে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন তাদের নাগরিকদের যত দ্রুত সম্ভব আফগানিস্তান ত্যাগ করার নির্দেশনা দিয়েছিল। তখন ব্রিটেনের পররাষ্ট্র দপ্তর জানায়, আন্তর্জাতিক সৈন্য তুলে নেওয়ার প্রেক্ষিতে ‘সন্ত্রাসী হামলার আশঙ্কা রয়েছে।’ এক্ষেত্রে দেশজুড়ে অপহরণের হুমকি রয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। গত সাপ্তাহে ইরানও একইভাবে তাদের নাগরিকদের আফগানিস্তান ত্যাগের পরামর্শ দেয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন